ETV Bharat / bharat

কৃষি আইন নিয়ে গঠিত কমিটি থেকে পদত্য়াগ ভূপিন্দরের

author img

By

Published : Jan 14, 2021, 6:44 PM IST

Updated : Jan 14, 2021, 7:43 PM IST

আজ কমিটি থেকে পদত্য়াগ করে ভূপিন্দর সিং মান বলেন, "একজন কৃষক ও সংগঠনের নেতা হিসেবে, কৃষক সংগঠনগুলির আবেগের স্বার্থে আমি যে কোনও পদকে প্রত্য়াখ্য়ান করতে পারি । সর্বোপরি পঞ্জাব এবং কৃষকদের স্বার্থই আমার কাছে সবচেয়ে বড় ।"

member-opts-out-of-supreme-court-appointed-panel-on-farm-laws-amid-row
কৃষি আইন নিয়ে গঠিত কমিটি থেকে পদত্য়াগ করলেন ভূপিন্দর সিং মান

দিল্লি, 14 জানুয়ারি : কৃষি আইন নিয়ে আলোচনার জন্য় সুপ্রিম কোর্ট গঠিত চার সদস্য়ের কমিটি থেকে পদত্য়াগ করলেন ভূপিন্দর সিং মান। তিনি ভারতীয় কিষাণ ইউনিয়নের সভাপতি। কৃষক স্বার্থের সঙ্গে তিনি সমঝোতা করতে পারবেন না বলেই কমিটি থেকে পদত্য়াগ করেছেন বলে জানান ভূপিন্দর সিং মান । সরকারের সঙ্গে কৃষক সংগঠনগুলির আলোচনার একদিন আগেই, এই সিদ্ধান্ত তিনি নিলেন । ফলে আবারও, কৃষি আইন নিয়ে সমাধান সূত্র বের করার বিষয়টি সুপ্রিম কোর্টের কাছে চলে গেল ।

আজ কমিটি থেকে পদত্য়াগ করে ভূপিন্দর সিং মান বলেন, "একজন কৃষক ও সংগঠনের নেতা হিসেবে, কৃষক সংগঠনগুলির আবেগের স্বার্থে আমি যে কোনও পদকে প্রত্য়াখ্য়ান করতে পারি । সর্বোপরি পঞ্জাব এবং কৃষকদের স্বার্থই আমার কাছে সবচেয়ে বড় ।" মঙ্গলবার সুপ্রিম কোর্ট যে কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল ভূপিন্দর সেই কমিটির অন্য়তম সদস্য় ছিলেন । এই কমিটি সরকার ও কৃষকদের সঙ্গে আলোচনা করে, কৃষি আইনের বিরুদ্ধে 50 দিন ধরে চলা আন্দোলনের একটি সমাধান বের করার চেষ্টা শুরু করতে চলেছিল । তবে, আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি সেই কমিটিকে অস্বীকার করে। কারণ হিসেবে কৃষকদের তরফে জানানো হয়েছিল, কমিটির সদস্য়রা আগে থেকেই কৃষি আইনের পক্ষে রয়েছেন।

আরও পড়ুন : সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান নষ্ট হতে দেবেন না কৃষকরা, বিশ্বাস রাজনাথের

ভূপিন্দর সিং মান সেইসব কৃষক নেতাদের মধ্য়ে একজন, যাঁরা কেন্দ্রের নয়া কৃষি আইনের সমর্থন জানিয়েছেন । আর সেই নিয়ে সংযুক্ত কিষাণ মোর্চার নেতা রাজিন্দর সিং জানান, ভূপিন্দর সিং মানের সংগঠন ভারতীয় কিষাণ ইউনিয়ন তাঁকে বহিষ্কার করেছে । তাই তিনি কমিটি থেকে পদত্য়াগ করেছেন । তবে, এটা তাঁদের সাময়িক একটা জয় বলে মনে করেন ওই কৃষক নেতা ।

Last Updated : Jan 14, 2021, 7:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.