ETV Bharat / bharat

চিকিৎসার নানা সামগ্রী চিন থেকে আমদানি, জানালেন বিদেশ সচিব

author img

By

Published : Apr 29, 2021, 6:58 PM IST

কোভিড আবহে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের আমদানিতে গুরুত্ব দিয়েছে ভারত ৷ পড়শি চিন থেকেও এই সংক্রান্ত বিভিন্ন পণ্য আনা হয় ৷ সেগুলি ভারতের বিভিন্ন সংস্থা ব্যবহার করে ৷ বৃহস্পতিবার একথা জানালেন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলা ৷

Medical aid being sourced from China, says Foreign Secretary
চিকিৎসা সংক্রান্ত নানা সামগ্রী চিন থেকে আনে ভারত, জানালেন বিদেশ সচিব

নয়াদিল্লি, 29 এপ্রিল : কোভিড আবহে ভারত কি চিনের থেকে চিকিৎসা সংক্রান্ত কোনও সাহায্য নেবে ? ইদানীংকালে এই বিষয়ে জল্পনা হয়েছে বিস্তর ৷ বৃহস্পতিবার সেই সব জল্পনারই জবাব দিলেন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলা ৷ তিনি জানান, ভারতের একাধিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা চিন থেকে কাঁচামাল-সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী আমদানি করে ৷

কোভিড মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে এদিন একটি বিশেষ সাংবাদিক বৈঠক করেন বিদেশ সচিব ৷ সেখানে এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমরা জানি, ভারতের একাধিক সংস্থা বিদেশ থেকে কাঁচামাল-সহ অন্যান্য পণ্য আমদানি করে ৷ এক্ষেত্রে অক্সিজেন জেনারেটর, কনসেনট্রেটর-সহ চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন সামগ্রী অগ্রগণ্য ৷ এর মধ্য়ে বেশ কিছু চিন থেকেও আনা হয় ৷ কিছু আবার চিনে তৈরি করানো হয় ৷’’

এদিকে, এরই মধ্যে বৃহস্পতিবার পড়শি ভারতকে একটি চিঠি পাঠিয়েছেন চিনের বিদেশ মন্ত্রী ওয়্যাং হি ৷ ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের উদ্দেশ্যে তিনি ওই চিঠি লিখেছেন ৷ সেখানে করোনার বিরুদ্ধে ভারতের যুদ্ধে পাশে থাকার বার্তা দিয়েছেন ওয়্য়াং ৷

Medical aid being sourced from China, says Foreign Secretary
ভারতের বিদেশ মন্ত্রীকে লেখা চিনের বিদেশ মন্ত্রীর চিঠি ৷

আরও পড়ুন : রাশিয়া থেকে ভারতে এল করোনার ওষুধ বোঝাই দু'টি বিমান

চিঠিতে চিনের বিদেশ মন্ত্রী ওয়্যাং হি লিখেছেন, ‘‘করোনার বিরুদ্ধে যুদ্ধে সরকার ও ভারতবাসীর পাশেই আছে চিন ৷ অতিমারি প্রতিরোধে চিনের তৈরি বিভিন্ন সামগ্রী যত দ্রুত সম্ভব ভারতে পাঠানো হচ্ছে ৷ আগামী দিনেও প্রয়োজন মাফিক বিভিন্ন সামগ্রী সাধ্য মতো ভারতে পাঠিয়ে যাবে বেজিং ৷ আমাদের বিশ্বাস, সরকারের নেতৃত্বে ভারতের মানুষ আগামী দিনে এই অতিমারিকে হারাতে সক্ষম হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.