ETV Bharat / bharat

CJI NV Ramana: ' সালিশি সভার আসর বসাচ্ছে সংবাদমাধ্যাম', তীব্র কটাক্ষ দেশের প্রধান বিচারপতির

author img

By

Published : Jul 23, 2022, 5:30 PM IST

শনিবার রাঁচিতে বিচারপতি এসবি সিনহা মেমোরিয়াল লেকচার অনুষ্ঠানে অংশ নেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ৷ সেখানে সংবাদমাধ্যমের একাংশের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি (CJI NV Ramana Criticises Media) ৷

cji nv ramana criticises media
প্রধান বিচারপতি এনভি রামানা

নয়াদিল্লি, 23 জুলাই: এক শ্রেণির সংবাদমাধ্যমের তীব্র সমালোচনা করলেন দেশের প্রধান বিচারপতি এনভি রামানা ৷ অভিযোগ তুললেন, বিতর্কসভার নামে সালিশি সভা বসানোর (Media running Kangaroo courts says CJI NV Ramana) ৷ শনিবার তিনি বলেন, "ভুল তথ্য পরিবেশন করা হচ্ছে সংবাদমাধ্যগুলিতে ৷ নির্দিষ্ট বিষয় বেছে নিয়ে বিতর্কসভার নামে সালিশি সভা বসানো হচ্ছে টিভি চ্যানেল ও সোশাল মিডিয়ায় ৷ গণতন্ত্রের পক্ষে এটি অত্যন্ত ক্ষতিকর ৷"

এদিন রাঁচিতে বিচারপতি এসবি সিনহা মেমোরিয়াল লেকচার অনুষ্ঠানে অংশ নেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ৷ সংবাদমাধ্যমের একাংশের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "যখন বর্ষীয়ান বিচারপতিদের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে, তখন গণমাধ্যমগুলি সালিশি সভা বসাচ্ছে ! এই ধরণের ভুল তথ্যে ভরা আলোচনাসভা দেশের গণতন্ত্রের ক্ষতি করে ৷" প্রধান বিচারপতি জানিয়েছেন, মিডিয়া ট্রায়ালের বিষয়টি দিনদিন গুরুতর জায়গায় পৌঁছোচ্ছে ৷ তাঁর কথায়, "কোনও মামলার ক্ষেত্রে এই মিডিয়া ট্রায়াল কখনওই নির্ধারক হতে পারে ৷ বর্তমান সময়ে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ ৷ কিন্তু এই মাধ্যমগুলি ঠিক-ভুল, সত্যি-মিথ্যা, ভালো-খারাপের পার্থক্য অনুধাবন করতে ব্যর্থ হচ্ছে ৷"

আরও পড়ুন: খোদ রাজধানীর স্টেশনে 'গণধর্ষণের' অভিযোগ , গ্রেফতার 4 অভিযুক্ত

প্রধান বিচারপতি এদিন স্পষ্ট জানিয়েছেন, বিচারপতিরা অনেকসময় তাৎক্ষণিক কোনও নির্দেশ দেন না ৷ কিন্তু সেটা তাঁদের দুর্বলতা হিসেবে ধরা উচিত নয় ৷ তিনি বলেন, "গণমাধ্যমের দ্বারা পক্ষপাতদুষ্ট প্রচার আদতে জনগণেরই ক্ষতি করে, গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করে ও ক্ষতি করে ৷ এভাবে বিচারব্যবস্থাতেও খারাপ প্রভাব পড়ে ৷ সংবাদপত্রের এখনও তাও কিছু গ্রহণযোগ্যতা রয়েছে ৷ কিন্তু বৈদ্যুতিন সংবাদমাধ্যমের গ্রহণযোগ্যতা শূন্য ৷ তবে সোশাল মিডিয়া এর থেকেও খারাপ ৷ এভাবে আমাদের গণতন্ত্রকেই ঠেলে পিছনের দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.