ETV Bharat / bharat

Odisha Train Accident: ট্রেন দুর্ঘটনার 10 দিন, মাথা কামিয়ে হিন্দুরীতিতে পারলৌকিক কাজ সারল বাহানাগা

author img

By

Published : Jun 12, 2023, 6:38 AM IST

অভিশপ্ত ট্রেন দুর্ঘটনার 10 দিন অতিক্রান্ত ৷ এখনও আতঙ্কে রয়েছে বাহানাগা ৷ পরিস্থিতি স্বাভাবিক করতে হিন্দুরীতি মেনে পারলৌকিক কাজ করলেন সেখানকার পুরুষরা ৷

Etv Bharat
বাহানাগায় চলছে মস্তক মুণ্ডন

ট্রেন দুর্ঘটনার জেরে পারলৌকিক কাজ বাহানাগায়

বাহানাগা, 12 জুন: আজ 10 দিন হল 2 জুন শুক্রবারের সেই অভিশপ্ত সন্ধ্যার ৷ বাহানাগার ট্রেন দুর্ঘটনাস্থলের বাতাসে এখনও মৃতদেহের পচা গন্ধ ৷ বহু মৃতদেহ এখন পরিচয়হীনভাবে মর্গে বন্দি ৷ বাহানাগা হাই স্কুল থেকে সমস্ত দেহ বের করে নিয়ে যাওয়া হয়েছে ৷ কিন্তু ক্লাসরুম ভর্তি মৃতদেহ দেখার পর থেকে এখনও কচি মুখগুলো আতঙ্কে রয়েছে ৷ স্কুলে আসতে চাইছে না তারা ৷ বাধ্য হয়েই গোটা স্কুল ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় প্রশাসন ৷

আর এবার সেই বাহানাগার বাসিন্দাদের মনে শান্তি ফেরাতে দুর্ঘটনার 10 দিনে হিন্দুধর্মের পারলৌকিক কাজ করলেন স্থানীয় পুরুষরা ৷ ন্যাড়া হয়ে, তেল হলুদ মেখে পুকুরে দিলেন ডুব ৷ গ্রামবাসীরা ছাড়াও যারা আহত ও নিহতদের উদ্ধার করেছিলেন তাঁরাও এদিন হিন্দু রীতি মেনে মস্তক মুণ্ডন করলেন ৷

সামাজিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সংগঠনের সদস্যরাও বাহানাগা হাইস্কুল প্রাঙ্গণের কাছে তিনদিন ধরে আয়োজিত স্মৃতিচারণে অংশ নিয়েছিলেন ৷ বাহানাগা শহর ও স্থানীয় সোরো ব্লকের বাসিন্দারা মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে পরিষেবা ও সর্ব-বিশ্বাসের প্রার্থনা সভার আয়োজন করেছিল ৷ সোমবার দুর্ঘটনার 11তম দিনে 101 জন ব্রাহ্মণ এক কুইন্টাল ঘি সহযোগে বিশ্ব শান্তি মহাযজ্ঞ করবেন ৷ এছাড়াও অষ্টপ্রহর নাম সংকীর্তন, অখণ্ড গায়ত্রী মন্ত্র পাঠ ও ব্রাহ্মণভোজন করানো হবে ৷ মঙ্গলবার সৎসঙ্গ ও মোমবাতি প্রজ্জ্বলন মিছিল হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্য জয়কৃষ্ণ সারন্দি ৷

বালাসোরে এই ট্রেন দুর্ঘটনায় মোট 288 জনের মৃত্যু হয়েছে ৷ যার মধ্যে বালাসোর থেকে 94 জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে আর বাকি 193 জনের দেহ ভুবনেশ্বরে পাঠানো হয়েছে ৷ এই 193 জনের মধ্যে 110 জনের দেহ সনাক্ত করা হয়েছে ৷ 83 জনের পরিচয় এখনও জানা যায়নি ৷ ভদ্রক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এক ব্যক্তির দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ ঘটনায় আহত 200 জন এখনও ওড়িশার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷

আরও পড়ুন : পড়ুয়ারা আসতে চাইছে না, 'অভিশপ্ত' বাহানাগা হাইস্কুল ভেঙে ফেলছে প্রশাসন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.