ETV Bharat / bharat

Dantewada Naxal Attack: বাহিনীর বিরুদ্ধে বদলা নিতে হামলার ছক কষেছে মাওবাদীরা, খবর ছিল গোয়েন্দাদের কাছে !

author img

By

Published : Apr 26, 2023, 7:53 PM IST

এই বছরের 3 এপ্রিল ঝাড়খণ্ডের ডাল্টনগঞ্জ থেকে ধৃত মাওবাদী নেতা নন্দ কিশোরকে জিজ্ঞাসাবাদ করে সম্ভাব্য মাওবাদী হামলার তথ্য পেয়েছিলেন গোয়েন্দারা ৷

Dantewada Naxal Attack ETV Bharat
মাওবাদী হামলা

দান্তেওয়াড়া (ছত্তিশগড়), 26 এপ্রিল: মাওবাদী হামলা হতে পারে, এ কথা জানিয়ে আগেই সতর্ক করেছিল ছত্তিশগড় পুলিশের গোয়েন্দা শাখা ৷ সম্প্রতি শীর্ষ মাও নেতার হত্যার প্রতিশোধ নিতেই নিরাপত্তা বাহিনীকে নিশানা করা হতে পারে বলে খবর ছিল গোয়েন্দাদের হাতে । বুধবার দান্তেওয়াড়াতে মাওবাদীদের মারাত্মক আইইডি হামলায় 10 জন পুলিশকর্মী ও একজন বেসামরিক চালকের মৃত্যু হওয়ার পর এই তথ্য সামনে এসেছে ৷

এই বছরের 3 এপ্রিল ঝাড়খণ্ডের ডাল্টনগঞ্জ থেকে নিরাপত্তা বাহিনীর হাতে মাওবাদী নেতা নন্দ কিশোর গ্রেফতার হওয়ার পরই সম্ভাব্য হামলার তথ্য পাওয়া যায় । ঝাড়খণ্ডের চাতরা জেলার লাওয়ালং থানা এলাকার অন্তর্গত গ্রাহে জঙ্গলে সম্মিলিত পুলিশ বাহিনীর সঙ্গে এনকাউন্টার চলাকালীন ওই মাওবাদী মতাদর্শীকে গ্রেফতার করা হয়েছিল । তাঁর মাথার দাম ছিল 5 লক্ষ টাকা ৷

জিজ্ঞাসাবাদের সময় 50 বছর বয়সি কিশোর বলেছিলেন যে, মাওবাদীরা তাদের ক্যাডারদের হত্যার প্রতিশোধ নিতে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে একটি মারাত্মক হামলার পরিকল্পনা করছে । 3 এপ্রিল যৌথ বাহিনীর হাতে গৌতম পাসওয়ান এবং অজিত ওরাওঁ ওরফে চার্লিস-সহ পাঁচজন শীর্ষ মাওবাদীর হত্যার কথা উল্লেখ করেছিলেন ধৃত মাওবাদী ৷

সূত্র জানায় যে, চার্লিসের হত্যা মাওবাদীদের জন্য একটি বড় ধাক্কা ছিল, কারণ সাম্প্রতিক সময়ে বেশিরভাগ মাওবাদী হামলার পিছনে তাঁর মস্তিষ্ক ছিল । চার্লিস ছিলেন মাওবাদীদের কারিগরি বিশেষজ্ঞ এবং তাদের জন্য ইম্প্রোভাইজড মিসাইলও তৈরি করেছিলেন তিনি । তিনি ঝাড়খণ্ড-বিহার সীমান্তে মাওবাদীদের জন্য রকেট লঞ্চারও তৈরি করেছিলেন । তিনি তেলাঙ্গানা ও ছত্তিশগড়ের মাওবাদীদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন ।

শুধু তাই নয়, গৌতম পাসওয়ান এবং চার্লিস 2016 সালে বিহারের গয়া ও ঔরঙ্গাবাদ সীমান্তে দশটি কোবরা সৈন্যকে হত্যার ঘটনায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন । ক্রমবর্ধমান মাওবাদী হামলার প্রেক্ষিতে নিরাপত্তা বাহিনী ঝাড়খণ্ড-বিহার বরাবর তাদের বিরুদ্ধে আক্রমণ শুরু করে । 2022 সালের জুন মাসে ঝাড়খণ্ড-বিহার সীমান্তের ছকারবান্ধা এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী ৷ সেই সময়ে তারা ছয়টিরও বেশি ল্যান্ডমাইন এবং পরিকল্পিত আক্রমণ সংক্রান্ত অনেক নথি উদ্ধার করেছিল ।

ছাতরা এনকাউন্টারটি বাহিনীর জন্য বিশাল সাফল্য ছিল ৷ বুধবারের হামলা মাওবাদীদের ক্ষোভের ফল হতে পারে । দান্তেওয়াড়া হামলায় নিরাপত্তা বাহিনীর বড় ধরনের ক্ষতি হয়েছে তা নিয়ে সন্দেহ নেই । গোয়েন্দা সূত্রগুলি সতর্কতা জারি করেছে যে, সারা দেশে একই ধরনের হামলা হতে পারে ।

আরও পড়ুন: কমেনি হামলা, কৌশল পরিবর্তন করেছে মাওবাদীরা; দাবি কেন্দ্রীয় বাহিনীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.