ETV Bharat / bharat

তেলাঙ্গানায় গ্রেপ্তার মাওবাদী, উদ্ধার বিস্ফোরক

author img

By

Published : Nov 10, 2020, 7:44 AM IST

এক পুলিশকর্মীকে খুন ও সরকারি সম্পত্তি নষ্টের পরিকল্পনা ও সেই উদ্দেশ্যে বিস্ফোরক মজুত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ।

telangana
telangana

হায়দরাবাদ, 9 নভেম্বর : এক মাওবাদী নেতাকে গ্রেপ্তার করল তেলাঙ্গানা পুলিশ । আজ তেলাঙ্গানার ভদ্রাদ্রি-কোথাগুদেম জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় । তার কাছ থেকে জিলেটিন স্টিক ও বিস্ফোরক উদ্ধার হয়েছে ।

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশের একটি দল অশ্বপূরম জেলার একটি চেক পয়েন্ট থেকে 25 বছর বয়সি ওই যুবককে গ্রেপ্তার করে। একজন পুলিশকর্মীকে খুন ও সরকারি সম্পত্তি নষ্টের পরিকল্পনা করা ও সেই উদ্দেশ্যে বিস্ফোরক মজুত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ।

মনুগুরু সাবডিভিশনের অ্যাসিস্টেন্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সবরিস পি জানান, ধৃত পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সাত বছর ধরে ছত্তিশগড়ে রয়েছে সে । চার গ্রামবাসীকে খুন এবং বিস্ফোরণের সঙ্গে তার যোগ রয়েছে ।

তার কাছ থেকে জিলেটিন স্টিক, ডিটোনেটর, বৈদ্যুতিক তার, ব্যাটারি এবং একটি টিফিন বক্স উদ্ধার করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.