ETV Bharat / bharat

Gujarat Bridge Collapse: গুজরাতে ব্রিজ ভেঙে মৃত কমপক্ষে 60, বাড়ছে হতাহতের সংখ্যা

author img

By

Published : Oct 30, 2022, 9:20 PM IST

Updated : Oct 30, 2022, 11:02 PM IST

রবিবার সন্ধ্যা সাড়ে 6টা নাগাদ গুজরাতের মোরবিতে মাচ্ছু নদীর উপর একটি কেবল ব্রিজ ভেঙে পড়ে (Gujarat Bridge Collapse)৷ এর জেরে বহু মানুষের মৃত্যু হয়েছে ৷ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV Bharat
Gujarat Bridge Collapse

আমেদাবাদ, 30 অক্টোবর: রবিবার সন্ধ্যায় বড় দুর্ঘটনা ঘটল গুজরাতের মোরবি এলাকায় ৷ এখানকার মাচ্ছু নদীর উপর একটি কেবল ব্রিজ ভেঙে ঘটে বিপত্তি ৷ দুর্ঘটনায় কমপক্ষে 60 জনের মৃত্যু হয়েছে ৷ আশঙ্কা, জলে তলিয়ে গিয়েছেন বহু ৷ শুরু হয়েছে উদ্ধারকাজ ৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে (many died as Morbi cable bridge collapse in Gujarat) ৷ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷

ঘটনায় শোক প্রকাশ করেছেন গুজরাত সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শোক জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ প্রধানমন্ত্রী মোদি কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ৷ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য ও উদ্ধার কাজে গতি আনার নির্দেশ দিয়েছেন তিনি ৷ মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা ও আহতদের 50 হাজার টাকা করে সাহায্যের ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর তরফে ৷ মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা করা হয়েছে রাজ্যের তরফেও (Gujarat Bridge Collapse) ৷ ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

  • PM @narendramodi has announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each of those who lost their lives in the mishap in Morbi. The injured would be given Rs. 50,000.

    — PMO India (@PMOIndia) October 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভোটমুখী গুজরাতে সি-295 বিমান তৈরির কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন মোদির

রবিবার সন্ধে সাড়ে 6টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ৷ জানা গিয়েছে, সম্প্রতি সংস্কারের পর খুলে দেওয়া হয়েছিল এই সেতুটি ৷ মনে করা হচ্ছে অতিরিক্ত ভারের কারণেই এই বিপত্তি ঘটেছে ৷ এই দুর্ঘটনার জেরে 150 জন নদীতে পড়ে যান বলে জানা গিয়েছে (Morbi cable bridge collapse in gujarat) ৷

  • I am deeply concerned about the tragic bridge collapse in Morbi, Gujarat, that has cost several innocent lives and left many trapped.

    My deep condolences to the families and friends of the deceased. I pray that the injured have a speedy recovery.

    — Mamata Banerjee (@MamataOfficial) October 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই দুর্ঘটনায় অনেকে আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ উদ্ধারকারী দল এলাকায় পৌঁছেছে ৷ এনডিআরএফ-এর টিমকেও এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এনডিআরএফ এর 5টি দল, বায়ু সেনার 2টি বিমান, 3 কলম সেনা, নৌ-বাহিনীর 50 ও বায়ু সেনার 30 জন উদ্ধারকাজে যোগ দিয়েছেন ৷

Last Updated : Oct 30, 2022, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.