ETV Bharat / bharat

Manipur Violence: সেনাকে ঘিরে ধরল স্থানীয়রা, জঙ্গিদের গ্রেফতারের পরেও ছাড়তে বাধ্য হল স্পিয়ার কর্পস

author img

By

Published : Jun 25, 2023, 10:13 AM IST

Updated : Jun 25, 2023, 10:24 AM IST

বিশেষ সূত্রে খবর পেয়ে, 12 জঙ্গিকে গ্রেফতার করে সেনা ৷ কিন্তু তারপরই হাজার দেড়েক স্থানীয়রা সেনাদের ঘিরে ফেলে ৷ স্থানীয়দের চাপে গ্রেফতার করা 12 জঙ্গিকে ছেড়ে দিতে বাধ্য হয় সেনা ৷

Manipur Violence
মণিপুর পরিস্থিতি

ইম্ফল, 25 জুন: মণিপুরে শান্তি ফেরাতে শনিবারই সর্বদলীয় বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বৈঠকে বিরেধীদের তিনি জানান, তাঁর ওপর আস্থা রাখতে ৷ তিনি আরও বলেন, 'মণিপুরে আমি শান্তি ফেরাবই ৷' এই বার্তার 24 ঘণ্টা কাটতে না-কাটতেই অশান্ত হয়ে উঠল মণিপুর ৷ স্থানীয়দের চাপে গ্রেফতার করা 12 জঙ্গিকে ছেড়ে দিতে বাধ্য হল সেনা ৷

সেনাবাহিনীর স্পিয়ার কর্পস বিভাগের তরফে টুইট করে রবিবার সকালে বিষয়টি জানানো হয়েছে ৷ তাতে লেখা হয়েছে, "12 জন কেওয়াইকেএল জঙ্গিকে মণিপুরে ইথাম গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছিল ৷ গোপন সূত্রে খবর পেয়ে, বিশেষ অভিযান চালিয়ে এই জঙ্গিদের গ্রেফতার করা হয় ৷ তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসার সময় স্থানীয়রা বাধা দেন ৷ প্রায় 1200-1500 স্থানীয় বাসিন্দারা সেনা বাহিনীকে ঘিরে ফেলেন ৷ ভিড়ের সামনের দিকে ছিলেন মহিলারা ৷ ভিড় ক্রমশ হিংস্র চেহারা নিচ্ছিল ৷ পরিস্থিতি ক্রমশই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল ৷"

  • 𝗢𝗽𝗲𝗿𝗮𝘁𝗶𝗼𝗻𝘀 𝗶𝗻 𝗜𝘁𝗵𝗮𝗺 𝗩𝗶𝗹𝗹𝗮𝗴𝗲 𝗶𝗻 𝗜𝗺𝗽𝗵𝗮𝗹 𝗘𝗮𝘀𝘁 𝗗𝗶𝘀𝘁𝗿𝗶𝗰𝘁
    Acting on specific intelligence, operation was launched in Village Itham (06 km East of Andro) in Imphal East by Security Forces today morning. Specific search after laying cordon was… pic.twitter.com/7ZH9Jp8nOI

    — SpearCorps.IndianArmy (@Spearcorps) June 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্পিয়ার কর্পসের তরফে আরও বলা হয়েছে, স্থানীয় এক নেতা এই উন্মত্ত ভিড়কে উসকে দিচ্ছিলেন ৷ এমতাবস্থায় সেনার তরফে কোনও পদক্ষেপ করলে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা তৈরি হত ৷ সেকথা মাথায় রেখে ওই জঙ্গিদের স্থানীয়দের হাতে তুলে দিয়ে এলাকা পরিত্যাগ করেন সেনার জওয়ানরা ৷ পাশাপাশি জঙ্গিদের থেকে যেসমস্ত বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল তা বাজেয়াপ্ত করা হয় ৷ আরও জানানো হয়েছে, এই 12 জঙ্গির মধ্যে একজনকে সেনা জওয়ানরা চিনতে পেরেছেন ৷ স্বঘোষিত এই লেফটেন্যান্ট কর্নেলের নাম মরিয়াঙ্গথেম তাম্বা ওরফে উত্তম ৷ 2015 সালে ডোগরা রেজিমেন্টে একটি বিস্ফোরণের ঘটনার মাস্টার মাইন্ড ছিল এই উত্তম ৷

উল্লেখ্য, বেশ কয়েকমাস ধরেই অশান্ত উত্তর-পূর্ব ভারতের এই ছোট্ট রাজ্যটি ৷ মেইতেই সম্প্রদায় তফশিলি উপজাতির অন্তর্ভুক্ত করা নিয়ে সমস্যার সূত্রপাত ৷ মণিপুরের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি এই সম্প্রদায়ের ৷ এমতাবস্থায় তাদের সংরক্ষণ দেওয়ার প্রস্তাব বাকি জনগোষ্ঠীকে অখুশি করে ৷ তারা রাস্তায় নেমে এসে প্রতিবাদ শুরু করে ৷ ক্রমশ তা ভয়াবহ আকার ধারণ করে ৷

আরও পড়ুন: অশান্তই মণিপুর, ইম্ফলের গ্রামে চলল এলোপাথাড়ি গুলি

দীর্ঘদিন ধরেই এই সন্ত্রাস চলতে থাকায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছে কংগ্রেস । নিজেদের দাবি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করেছেন কংগ্রেস নেতারা। তাছাড়া সর্বদলীয় বৈঠক করার আগে মণিপুর নিয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠনের কথাও ঘোষণা করেছিলেন শাহ । এত ঘটনা ঘটে যাওয়ার পরও মণিপুর যে একইরকম অশান্ত সেই প্রমাণ আবারও মিলল।

Last Updated : Jun 25, 2023, 10:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.