ETV Bharat / bharat

Manik Sarkar on BJP Vote Share: 60 শতাংশ ভোটার মুখ ফেরালেন কেন ? প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন মানিকের

author img

By

Published : Mar 5, 2023, 12:42 PM IST

Manik Sarkar questioning on BJP Vote Share in Tripura Assembly Election 2023
সরব মানিক সরকার

ত্রিপুরা বিধানসভা নির্বাচনে (Tripura Assembly Election 2023 Result) বিজেপির জয় নিয়ে আক্রণাত্মক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ৷ তাঁর বক্তব্য, কেন রাজ্যের 60 শতাংশ ভোটার বিজেপিকে ভোট দিলেন না, সেই প্রশ্ন কি কেউ নরেন্দ্র মোদিকে করবেন (Manik Sarkar questioning on BJP Vote Share in Tripura) ?

আগরতলা, 5 মার্চ: বিজেপি ফের ক্ষমতায় ফিরেছে ৷ একথা সত্যি ৷ কিন্তু, কেন রাজ্যের 60 শতাংশ মানুষ তাদের পক্ষে ভোট দিলেন না, সেই প্রশ্ন কি কেউ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে করবেন ? শনিবার ঠিক এভাবেই ত্রিপুরায় পদ্মের প্রত্যাবর্তন নিয়ে বিজেপির তুলোধনা করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ সিপিএম নেতা মানিক সরকার (Manik Sarkar questioning on BJP Vote Share in Tripura) ৷

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "একটি বিষয় একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে ৷ 60 শতাংশ ভোটার বিজেপিকে ভোট দেননি ৷ কিন্তু, বিজেপিবিরোধী ভোট ভাগ হয়ে গিয়েছে ৷ এই বিষয়ে আমি কোনও রাজনৈতিক দলের নাম উল্লেখ করতে চাই না ৷ আমি একেবারে নির্দিষ্টভাবেই আমার কথা বলছি ৷"

ত্রিপুরার গত বিধানসভা নির্বাচনে বিজেপি যে পরিমাণ ভোট পেয়েছিল, তার সঙ্গে এবারের ভোটের ফলাফলের (Tripura Assembly Election 2023 Result) তুলনামূলক আলোচনা করেন মানিক ৷ বলেন, "গতবার ওরা (বিজেপি) 50 শতাংশের বেশি ভোট পেয়েছিল ৷ কিন্তু, এবার তা কমে 40 শতাংশে নেমে গিয়েছে ৷ কেন এমনটা হল, প্রধানমন্ত্রীকে সেই প্রশ্ন করুন ৷ পেশীশক্তি, অর্থশক্তি এবং সংবাদমাধ্যমের একটি বড় অংশ ওঁদের সঙ্গে রয়েছে ৷ রাজ্য সরকারি বিভিন্ন দফতর এবং কেন্দ্রীয় কার্যালয়গুলির অপব্যবহার করা হয়েছিল ৷ ওঁরা শুধুমাত্র সংখ্যাতত্ত্বের বিচারে সংখ্যাগরিষ্ঠতা হাসিল করেছেন ৷ এটা ওঁদের পক্ষে ভালো নয় ৷"

আরও পড়ুন: 'গণতন্ত্র জিতেছে', উত্তর-পূর্বে পদ্ম ফুটিয়ে কর্মীদের অভিনন্দন মোদির

মানিক আরও মনে করেন, ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল 'অপ্রত্যাশিত' ৷ তাঁর অভিযোগ, সামগ্রিকভাবে নির্বাচন প্রক্রিয়াই 'প্রহসনে' পরিণত হয়েছে ৷ এর ব্যাখ্য়ায় মানিক বলেন, "এই ফল অপ্রত্যাশিত ৷ কারণ, সরকারের অবদান শূন্য ৷ গণতন্ত্র এখানে আক্রান্ত হয়েছে ৷ এবং অবাধ ভোটদানের অধিকার হরণ করা হয়েছে ৷ নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে ৷ সংবিধানের এখানে কোনও কার্যকারিতাই ছিল না ৷"

মানিক মনে করেন, বিজেপি জমানায় ত্রিপুরায় ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি ধ্বংস হয়ে গিয়েছে ৷ সংখ্যালঘুদের উপর লাগাতার মানসিক চাপ দেওয়া হচ্ছে ৷ মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনাও বেড়েছে ৷ অন্যদিকে, রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি মুখ থুবড়ে পড়েছে ৷ ক্রমশ তা আরও দুর্বিসহ হয়ে উঠছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.