ETV Bharat / bharat

Domestic Violence: দেহব্যবসার জন্য জোর স্বামীর ! প্রতিবাদ করায় স্ত্রী'র উপর গরম জল ছোড়ার অভিযোগ

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2023, 8:36 PM IST

Forced Prostitution in Nalanda: বিহারের নালন্দায় স্ত্রীকে জোর করে দেহব্যবসায় নামার চেষ্টার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে ৷ প্রতিবাদ করলে মহিলার গায়ে ফুটন্ত জল ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে ৷ ঘটনায় মহিলা গুরুত জখম অবস্থায় হাসপাতালে ভরতি ৷

ETV BHARAT
ETV BHARAT

নালন্দা, 22 অক্টোবর: বিহারের নালন্দায় দিনে দিনে বেড়ে চলেছে বেআইনি পতিতাবৃত্তির ব্যবসা ৷ এমনকি শহরের অনেক হোটেলেই দেদার যৌন ব্যবসার অভিযোগ উঠেছে ৷ আর রবিবার তেমনি একটি ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ অভিযোগ এক ব্যক্তি তাঁর স্ত্রীকে জবরদস্তি দেহব্যবসা নামিয়ে ছিলেন ৷ সম্প্রতি মহিলা প্রতিবাদ করায়, তাঁর উপরে ফুটন্ত গরম জল ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে ৷ মহিলা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন ৷

মহিলা অভিযোগ করেছেন, গত 6 মাস ধরে প্রতিদিন তাঁকে হোটেলে পাঠাচ্ছিলেন অভিযুক্ত ব্যক্তি ৷ রবিবার সকালে আবারও তাঁকে হোটেলে পাঠাচ্ছিলেন অভিযুক্ত ৷ কিন্তু, এবার নির্যাতিত মহিলা প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয় ৷ সেই সময় রান্না ঘরে ভাতের জল উননে ফুটছিল ৷ মহিলা পুলিশকে জানিয়েছেন, রান্না ঘরে ঢুকে অভিযুক্ত স্বামী ফুটন্ত সেই জল নিয়ে এসে তাঁর উপরে ঢেলে দেয় ৷ তবে, এটাই প্রথম নয় ৷ শুরুদিন থেকেই মহিলা রাজি ছিলেন না ৷ তিনি বারবার প্রতিবাদ করলে, মারধর করা হত মহিলাকে ৷

নির্যাতিতা মহিলা বলেন, ‘‘আমার স্বামী বলত প্রতিদিন তাঁর 5 হাজার টাকা লাগবে ৷ এ কারণে গত ছয় মাস ধরে আমাকে প্রতিদিন হোটেলে পাঠাতেন ৷ রাজি না হলে, আমার স্বামী আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিত ৷ তখন বাধ্য হয়ে হোটেলে যেতাম ৷ মারধরের কারণে আমার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে ৷ আমি অনেক সহ্য করেছি ৷ কিন্তু, তাঁর অত্যাচার বেড়েই চলেছে ৷ আজ আবার প্রতিবাদ করলে তার গায়ে ফুটন্ত জল ঢেলে দেওয়া হয় ৷’’

আরও পড়ুন: অন্তঃসত্ত্বা স্ত্রী'র গায়ে ফুটন্ত জল ঢেলে শ্রীঘরে ঠাঁই স্বামীর

এই ঘটনায় মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ৷ যদিও, স্ত্রীকে দিয়ে জোর করে দেহ ব্যবসা করানোর অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তি ৷ তদন্তকারী পুলিশ আধিকারিক বলেন, "নির্যাতিতা মহিলার স্বামীকে জিজ্ঞাসাবাদ করে মামলার তদন্ত করা হচ্ছে ৷ তাঁর স্বামীর দাবি, স্ত্রী 5 দিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন ৷ স্ত্রী কোথায় ছিলেন ? তা জানতে চাইলে, জানাতে অস্বীকার করেন মহিলা ৷ এ নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া হয় ৷ পুরো বিষয়টিতে আমরা বিস্তারিত তদন্ত করছি ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.