ETV Bharat / bharat

Techie Burnt Alive In Car: ভাইয়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, গাড়িতে পুড়িয়ে মারা হল দাদাকে

author img

By

Published : Apr 3, 2023, 12:26 PM IST

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক মহিলার পরিবারের বিরুদ্ধে যুবককে পুড়িয়ে মারার অভিযোগ উঠল ৷ ঘটনাটি অন্ধ্রপ্রদেশের ৷ ঘটনায় একজনকে আটক করা হয়েছে ।

Man burnt alive in car
পুড়িয়ে মারা হল দাদাকে

চন্দ্রগিরি (অন্ধ্রপ্রদেশ), 3 এপ্রিল: ভাইয়ের সঙ্গে মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে পুড়িয়ে মারা হল দাদাকে ৷ অভিযোগের আঙুল ভাইয়ের সঙ্গে সম্পর্ক থাকা ওই মহিলার পরিবারের দিকে ৷ সফটওয়্যার কোম্পানিতে কর্মরত ছিলেন মৃত যুবক ৷ তাঁকে-সহ গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার চন্দ্রগিরিতে ৷ মৃত ব্যক্তির নাম নাগারাজু ৷

নাগারাজুর স্ত্রী অভিযোগ করেছেন, ভাই পুরুষোত্তমের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে প্রাণ গেল তাঁর স্বামীর ৷ পুরুষোত্তমের সঙ্গে যে মহিলার সম্পর্ক রয়েছে তাঁর পরিবার এই ঘটনা ঘটিয়েছে ৷ জানা গিয়েছে, অভিযুক্তরা নাগারাজুকে আগে থেকে পরিকল্পনা করেছিল । শনিবার মধ্যরাতে গাঙ্গুপাল্লেতে কিছু লোক নাগারাজুকে ভাইয়ের সম্পর্ক নিয়ে আলোচনার জন্য ডাকে ৷ এরপরেই তাঁর গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । গাড়িতে আগুন লেগেছে দেখে স্থানীয়রা ছুটে আসে ৷ তারাই এসে পুলিশকে খবর দেয় । পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পায় ওই ব্যক্তিকে গাড়িতে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে ।

গাড়ির নম্বর ও দেহের গলায় সোনার চেন দেখে মৃতকে ভেদুরকুপ্পম মণ্ডলের ব্রাহ্মণপল্লির বাসিন্দা নাগারাজু বলে শনাক্ত করে পুলিশ ৷ নাগারাজু বেঙ্গালুরুতে একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করেন এবং তাঁর স্ত্রী সুলোচনা ও দুই সন্তানের সঙ্গে থাকতেন । নাগরাজুর ছোট ভাই পুরুষোত্তমের নিজের শহরে এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল । এতে সন্দেহ হয় ওই মহিলার আত্মীয়দের । ভয় পেয়ে নাগারাজু তাঁর ছোট ভাই পুরুষোত্তমকে বেঙ্গালুরুতে পাঠিয়ে দেন ।

নাগারাজু ওই মহিলার আত্মীয়দের সঙ্গে সবকিছু মিটমাট করার চেষ্টা করছিলেন । তিনি প্রায়ই বেঙ্গালুরু থেকে ব্রাহ্মণপল্লী যেতেন । নাগারাজুর স্ত্রী জানান, এই প্রক্রিয়া চলাকালীনই গোপী নামে এক ব্যক্তি তাঁর স্বামীকে ডেকে বলেছিলেন যে তিনি মহিলার পক্ষে তাদের সঙ্গে কথা বলবেন । নাগারাজুও তাদের সঙ্গে ভাইয়ের সম্পর্ক নিয়ে কথা বলে সব মিটমাট করার চেষ্টা করছিলেন ।

পুলিশের অনুমান, গোপীর ফোন পেয়ে নাগারাজু সমঝোতা করতে যান । এর কিছুক্ষণ পরেই তারা একটি ফোন পান যে গাড়িতে আগুন লেগেছে । নাগারাজুর মৃত্যুর জন্য ওই মহিলার পরিবার দায়ী ৷ তাদের কঠোর শাস্তি হওয়া উচিত বলে নিহতের স্ত্রী সুলোচনা দাবি করেছেন । পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে । একজনকে এই ঘটনায় পুলিশ আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে ।

আরও পড়ুন: উদয়পুরে শ্রদ্ধা-কাণ্ডের ছায়া ! নাবালিকাকে খুন করে 10 টুকরো করল যুবক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.