ETV Bharat / bharat

Man Died by Suicide in Kerala: তিন কন্যাসন্তানকে গলা কেটে হত্যার চেষ্টা ! উদ্ধার ব্যক্তির ঝুলন্ত দেহ

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 7:34 PM IST

Man Allegedly Slitting Throats of Three Daughters: সাংসারিক সমস্যার জেরে তিন কন্যাসন্তানকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে ব্যক্তির বিরুদ্ধে ৷ পরে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ৷ কেরলের এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Man Died by Suicide in Kerala ETV BHARAT
Man Died by Suicide in Kerala

কোয়েট্টাম (কেরল), 4 সেপ্টেম্বর: তিন কন্যা সন্তানের গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে ৷ পরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে ৷ রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে কেরলের কোয়েট্টাম জেলার রামাপুরম এলাকায় ৷ মৃত ব্যক্তির নাম জমন, বয়স 40 বছর ৷ পুলিশ সূত্রে খবর, মৃত জমনের তিন সন্তানকে বাঁচানো গিয়েছে ৷ তবে, সবচেয়ে ছোট মেয়ের শারীরিক অবস্থা আশংকাজনক ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছেন ওই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন ৷

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে স্থানীয়রা আচমকাই জমনের বাড়ি থেকে তিন মেয়ের চিৎকারের আওয়াজ পান ৷ প্রতিবেশীরা বাইরে বেরিয়ে দেখেন তাঁদের গলায় ক্ষত থেকে রক্ত বেরোচ্ছে ৷ তাঁরা দ্রুত ওই তিনজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান ৷ এর পর পুলিশ খবর দেওয়া হয় ৷ পুলিশ জমনের বাড়িতে গিয়ে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে ৷ পুলিশের অনুমান তিন মেয়ের গলা কেটে দেওয়ার পর, তিনি আত্মহত্যা করেছেন ৷ তবে, ময়নাতদন্তের রিপোর্ট না এলে নিশ্চিতভাবে পুলিশ কিছু বলতে নারাজ ৷

জানা গিয়েছে, মৃত জমনের তিন মেয়ের বয়স যথাক্রমে 13, 10 ও 7 বছর ৷ দেড় বছর আগে তাঁর স্ত্রী তিন সন্তান এবং জমনকে ছেড়ে চলে যান ৷ তখন থেকে তিন মেয়েকে একাই বড় করছিলেন ৷ কিন্তু, সম্প্রতি তিনি মদ্যপান করতে শুরু করেন বলে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে পুলিশ ৷ প্রাথমিকভাবে বিষয়টি পারিবারিক সমস্যার জেরে ঘটানো অপরাধ বলেই মনে করছেন তদন্তকারীরা ৷ তবে, বিস্তারিত তদন্ত এবং তথ্যপ্রমাণ জোগাড় করার পরেই নিশ্চিতভাবে কিছু বলা যাবে বলে জানিয়েছে পুলিশ ৷

আরও পড়ুন: স্ত্রীর উপর রাগে 8 বছরের মেয়েকে গলা কেটে খুন বাবার !

অন্যদিকে, জমনের সবচেয়ে ছোট মেয়ের শারীরিক অবস্থা আশংকাজনক ৷ তার শরীরে আঘাত গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ বাকি দুই মেয়ে বিপদমুক্ত ৷ এই ঘটনার পর জমনের স্ত্রীর খোঁজ শুরু করেছে পুলিশ ৷ পরিবারের বাকিদেরও খবর দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.