ETV Bharat / bharat

Mamata Police Memorial Tribute : মুম্বই পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ্য মমতার

author img

By

Published : Nov 30, 2021, 8:50 PM IST

mamata-banerjee-pays-tribute-to-mumbai-police-memorial
Mamata Police Memorial Tribute : মুম্বই পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ্য মমতার

মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দু’দিনের মুম্বই সফর শুরু হল (Mamata Banerjee is visiting Mumbai) ৷ এদিন তিনি সিদ্ধি বিনায়ক মন্দিরে যান প্রথমে ৷ তার পর যান পুলিশ মেমোরিয়ালে ৷

মুম্বই, 30 নভেম্বর : 26/11 সন্ত্রাসবাদী হামলায় শহিদদের স্মরণে তৈরি মুম্বইয়ের পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee pays tribute to mumbai police memorial) ৷ মঙ্গলবার সন্ধ্যায় তিনি সেখানে যান ও শ্রদ্ধা জানান ৷

2008 সালে মুম্বইয়ে ওই ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা হয় (26/11 Mumbai Terror Attack) ৷ যে হামলায় বহু পুলিশ কর্মী শহিদ হন ৷ তাঁদের স্মরণেই ওই পুলিশ মেমোরিয়াল তৈরি হয়েছে ৷ সেখানে শ্রদ্ধা জানানোর পর মমতা বন্দ্যোপাধ্যায় জানান, শ্রদ্ধা জানাতে এসেছিলেন তিনি ৷ দেশের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি ৷

সাংবাদিকদের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়

মঙ্গলবার মমতার দু’দিনের মুম্বই সফর শুরু হল (Mamata Banerjee is visiting Mumbai) ৷ এদিন সন্ধ্যায় তিনি বাণিজ্যনগরীতে পৌঁছান ৷ সেখান থেকে সরাসরি চলে যান সিদ্ধি বিনায়ক মন্দিরে ৷ বেশ কিছুক্ষণ তিনি মন্দিরে ছিলেন ৷ পুজো দেন (Mamata banerjee offers puja at siddhivinayak temple) ৷ তার পর তিনি পুলিশ মেমোরিয়ালে চলে যান ৷

আরও পড়ুন : Mamata Banerjee visits Mumbai : মুম্বই পৌঁছেই সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো মমতার, পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ্য

আগামিকাল মুম্বইয়ের তরুণ শিল্পপতিদের আয়োজিত শিল্প সম্মেলনে যোগ দেবেন ৷ তার আগে তিনি দেখা করবেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে ৷ তাছাড়া বৈঠক করবেন মুম্বইয়ের নাগরিক সমাজের সঙ্গে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.