ETV Bharat / bharat

Tajpur port: তাজপুর বন্দর তৈরির জন্য আদানি গোষ্ঠীর হাতে ইচ্ছাপত্র তুলে দিল রাজ্য সরকার

author img

By

Published : Oct 12, 2022, 8:40 PM IST

Updated : Oct 12, 2022, 9:11 PM IST

বিজয়া সম্মিলনীতে বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তাজপুর বন্দরের (Tajpur port) ইচ্ছাপত্র এদিন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির পুত্র করণ আদানির হাতে তুলে দিল রাজ্য সরকার (Mamata hands over Tajpur ports letter of intent to Karan Adani) ।

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 12 অক্টোবর: মন্ত্রিসভার বৈঠকে তাজপুর বন্দর (Tajpur port) গড়ে তোলার দায়িত্ব আদানি গোষ্ঠীকে দেওয়ার বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পুজোর আগেই । সেইমতোই বুধবার ইকো পার্কে রাজ্য সরকার আয়োজিত বিজয়া সম্মিলনীতে বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তাজপুর বন্দরের ইচ্ছাপত্র এদিন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির পুত্র করণ আদানির হাতে তুলে দিল রাজ্য সরকার (Mamata hands over Tajpur ports letter of intent to Karan Adani) ।

এদিন বিজয়া সম্মেলনীর মঞ্চেই শিল্পসচিব বন্দনা এবং শিল্পমন্ত্রী শশী পাঁজার হাত দিয়ে এই ইচ্ছাপত্র তুলে দেওয়া হল করণের হাতে । তাজপুরে গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য গত বছরের 18 অক্টোবর রিকোয়েস্ট ফর প্রোপোজাল প্রকাশ করেছিল রাজ্য সরকার । তাতে বলা হয়েছিল, ডিজাইন, বিল্ড, অপারেট এবং ট্রান্সফার মডেলে বিনিয়োগ চাইছে নবান্ন । এর পর প্রযুক্তিগত ও আর্থিক মূল্যায়নের পর নবান্ন সিদ্ধান্ত নেয় যে আদানি শিল্পগোষ্ঠীকেই 'এলওআই' বা লেটার অফ ইনটেন্ট (Letter of intent) দেওয়া হবে ।

আরও পড়ুন: পুজোয় 50 হাজার কোটির লেনদেন, বিজয়ার মঞ্চ থেকে বিরোধীদের চুপ করালেন মমতা

প্রসঙ্গত, এবছর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকেই তাজপুর বন্দরে আদানিদের বিনিয়োগ নিয়ে কথা চলছিল । এরপর পুজোর আগে মন্ত্রিসভায় সর্বসম্মতভাবে এই প্রকল্প আদানিদের দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় । সেখানেই বলা হয়, আদানি গোষ্ঠীই নির্মাণের পর যাবতীয় পরিকাঠামো গড়ে তুলবে । এক্ষেত্রে ওই বন্দরে কর্মসংস্থানের দায়িত্বও তাদেরই ।

এখনও পর্যন্ত ঠিক হয়েছে, কলকাতা থেকে 170 কিলোমিটার দূরে তাজপুরের কাছে এই গভীর সমুদ্র বন্দর গড়ে তোলা হবে । জাতীয় সড়ক থেকে প্রস্তাবিত বন্দরের দূরত্ব হবে মাত্র 5 কিলোমিটার । সবচেয়ে কাছের রেলস্টেশন হবে রাজনগর । এই বন্দরের 18 কিলোমিটার দীর্ঘ চ্যানেলের নাব্যতা থাকবে 12.1 মিটার । জোয়ারের সময়ে সেই নাব্যতা আরও বেড়ে দাঁড়াবে 16 মিটার ।

আদানি গোষ্ঠীর হাতে ইচ্ছাপত্র তুলে দিচ্ছেন মমতা

তাজপুরে এই সমুদ্রবন্দরটি নিয়ে রাজ্যের প্রস্তাব অনেক দিনের । কিন্তু কেন্দ্র-রাজ্য টালবাহানায় তা আটকে ছিল দীর্ঘদিন । অবশেষে রাজ্য জানায় তারাই এই বন্দরের জন্য জমি দেবে । এরপর জাতীয় ও আন্তর্জাতিক স্তরে দরপত্র চাওয়া হয় । একাধিক দরপত্র জমা পড়ে। তার মধ্যে থেকেই আদানি গোষ্ঠীকে বেছে নেওয়া হল বলে সূত্রের খবর । নবান্ন সূত্রে জানা গিয়েছে, আদানি পোর্ট অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন এই বন্দরটি নির্মাণের কাজ খুব শীঘ্রই শুরু করবে । 25 হাজার কোটি টাকা বিনিয়োগ করে তৈরি হবে এই সমুদ্র বন্দর । প্রাথমিকভাবে বিনিয়োগ হবে 15 হাজার কোটি টাকা । পরবর্তীতে আরও 10 হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে । এই প্রকল্পে কর্মসংস্থান হবে 25 হাজার মানুষের ।

Last Updated :Oct 12, 2022, 9:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.