Mamata-Modi Meeting: মোদির সঙ্গে বৈঠকে বকেয়া জিএসটি মেটানোর দাবি মমতার

author img

By

Published : Aug 5, 2022, 6:03 PM IST

Updated : Aug 5, 2022, 6:36 PM IST

Mamata Banerjee demands to clear all GST Dues during meeting with Narendra Modi

দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে তাঁর সরকারি বাসভবনে দেখা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ সূত্রের দাবি, এই একান্ত বৈঠকে রাজ্যের বকেয়া জিএসটি (GST Dues)-সহ নানা ইস্যুতে দুই প্রশাসনিক প্রধানের মধ্যে আলোচনা হয় ৷

নয়াদিল্লি, 5 অগস্ট: রাজ্যের বকেয়া জিএসটি (GST Dues)-সহ একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে আলোচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে মোদির সঙ্গে দেখা করেন মমতা ৷ দু'জনের মধ্যে বৈঠক চলে বেশ কিছুক্ষণ ৷

এদিনের এই বৈঠক নিয়ে গত কয়েক দিন ধরেই চড়ছে রাজনীতির পারদ ৷ বিরোধীদের অভিযোগ, ইডি, সিবিআই-এর হাত থেকে বাঁচতেই দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মমতা ৷ বাম, কংগ্রেস অবশ্য এখনও তাদের 'সেটিং' তত্ত্বে অনড় রয়েছে ৷ উলটোদিকে, তৃণমূল নেতৃত্বের দাবি, কেন্দ্রের কাছে রাজ্যের যে কোটি কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে, তা আদায় করতেই মমতার এই দিল্লি সফর ৷ তাছাড়া, আগামী রবিবার নীতি আয়োগের বৈঠকেও তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে ৷

আরও পড়ুন: Mamata-Modi Meeting: দিল্লিতে মোদি-মমতা বৈঠক শুরু

এই প্রেক্ষাপটে শুক্রবার যথা সময়ে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে যান মমতা ৷ সাদা রঙের চারচাকা গাড়িতে সেখানে পৌঁছন বাংলার মুখ্যমন্ত্রী ৷ সবসময়ের মতো এদিনও তিনি বসেছিলেন গাড়ির সামনের বাঁদিকের আসনে ৷ সূত্রের দাবি, এদিনের এই বৈঠকে একাধিক বিষয় নিয়ে কথা বলেছেন মোদি ও মমতা ৷ মোদিকে 'দিদি' জানিয়েছেন, জিএসটি বাবদ রাজ্যের অনেক টাকা বকেয়া পড়ে রয়েছে কেন্দ্রের কাছে ৷ এ নিয়ে দিল্লির কাছে বারবার দরবার করেও কোনও লাভ হয়নি ৷ যত দ্রুত সম্ভব মোদিকে সেই বকেয়া মিটিয়ে দেওয়ার আবেদন করেন মমতা ৷

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এবারের সফরে দিল্লিতে সব মিলিয়ে চারদিন থাকবেন মমতা ৷ তাঁর সঙ্গে অবিজেপি এবং অকংগ্রেসি বিভিন্ন দলের নেতানেত্রীদের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সেইসঙ্গে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন মমতা ৷ প্রসঙ্গত, গত বছর নীতি আয়োগের বৈঠকে ডাক পেলেও তাতে যোগ দেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ৷ তাই, একদিকে যখন নিয়োগ দুর্নীতির জেরে পার্থ চট্টোপাধ্য়ায় গ্রেফতার হলেন, ঠিক সেই সময়েই মমতার নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া এবং প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত সাক্ষাৎ বিরোধী শিবিরকে সমালোচনার রসদ জুগিয়েছে ৷ যদিও তৃণমূলের বক্তব্য, আগামী 7 অগস্ট নীতি আয়োগের বৈঠকেও রাজ্যের বকেয়া জিএসটি মেটানোর দাবি তুলবেন মমতা ৷ তাঁর দলের বার্তা, রাজ্য এবং রাজ্যবাসীর স্বার্থেই তৃণমূল সুপ্রিমোর এবারের এই দিল্লি সফর ৷

Last Updated :Aug 5, 2022, 6:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.