ETV Bharat / bharat

Mallikarjun Kharge: 'নেহরুর ঐতিহাসিক ট্রিস্ট উইথ ডেস্টিনির উল্লেখ, আপনাকে ধন্যবাদ', মোদিকে কৃতজ্ঞতা খাড়গের

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 1:26 PM IST

Updated : Sep 19, 2023, 1:58 PM IST

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল লোকসভায় দেওয়া বক্তৃতায় জওহরলাল নেহরুর ট্রিস্ট উইথ ডেস্টিনি-র কথা উল্লেখ করেন ৷ এই জন্য আজ তাঁকে ধন্যবাদ জানালেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ৷

ETV Bharat
পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে

পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে বক্তৃতা দিচ্ছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ৷ আজ সকালে সংসদের পুরনো ভবনে বক্তৃতা দেন বর্ষীয়ান কংগ্রেস নেতা ৷ সেখানে তিনি স্বাধীনতা দিবসের আগের রাতে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বিখ্যাত ভাষণের কথা উত্থাপন করেন ৷

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, "পণ্ডিত নেহরুর 'ট্রিস্ট উইথ ডেস্টিনি' বক্তৃতার সাক্ষী ছিল এই সেন্ট্রাল হল ৷ গতকাল প্রধানমন্ত্রী তাঁর ভাষণে এই কথা উল্লেখ করেন ৷ আপনি এই ঐতিহাসিক বক্তৃতার কথা স্মরণ করেছেন ৷ এর জন্য আমি কৃতজ্ঞ ৷"

1947 সালে স্বাধীনতার আগে অর্থাৎ 14 অগস্ট মধ্যরাতে পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে বক্তৃতা দিয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু ৷ ইংরেজি ভাষায় দেশের তরুণ সমাজকে উদ্দেশ্য করে এই বিখ্যাত ভাষণ আজও স্মরণীয় ৷ সোমবার লোকসভায় স্বাধীনতার পর সংসদের 75 বছরের উপর আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই 'ট্রিস্ট উইথ ডেসটিনি'র কথা স্মরণ করেন ৷

আজও সেন্ট্রাল হলে শেষ ভাষণ দেওয়ার সময় অশীতিপর কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে এই বক্তৃতার অংশ উদ্ধৃত করে শোনান ৷ এদিন সকালে পুরনো সংসদ ভবনের মধ্যে গ্রুপ ফোটো তোলার অনুষ্ঠান হয় ৷ এরপর সেন্ট্রাল হলে একটি বিদায়ী ব্কৃতা অনুষ্ঠানে ভাষণ দেন বিজেপির লোকসভা সাংসদ মানেকা গান্ধি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং অন্যরা ৷

আরও পড়ুন: নয়া সংসদে ভবনেই ভারতের নতুন ভবিষ্যতের সূচনা হবে, সেন্ট্রাল হলে বললেন প্রধানমন্ত্রী মোদি

পুরনো সংসদ ভবনে শেষ ভাষণটিতে মল্লিকার্জুন খাড়গে আরও জানান, ইন্ডিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে ৷ সাংসদদের ঐক্যবদ্ধ চেষ্টাতেই এর ভিত্তি স্থাপিত হয়েছে ৷ তিনি বলেন, "সাংবিধানিক মূল্যবোধ এবং আদর্শেই এই প্রতিষ্ঠানের সাফল্য নিহিত রয়েছে ৷ প্রতিষ্ঠানের আদর্শগুলি অপরিবর্তনীয়, সাফল্যের জন্য অবশ্য প্রয়োজনীয় ৷ শাসন এবং উন্নয়নের মৌলিক নীতি ৷" তিনি রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ৷

মঙ্গলবার পুরনো সংসদ ভবনকে বিদায় জানিয়ে নতুন সংসদ ভবনে অধিবেশন শুরু হয়েছে ৷ 19 সেপ্টেম্বর সকালেই সংসদের সচিবালয় থেকে গেজেট নোটিফিকেশনে ঘোষণা করে হয়েছে, নতুন সংসদ ভবনের নাম 'পার্লামেন্ট হাউজ অফ ইন্ডিয়া' ৷

Last Updated : Sep 19, 2023, 1:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.