ETV Bharat / bharat

মহারাষ্ট্র পাবে 1.5 কোটি কোভিশিল্ড, উদ্ধবকে আদরের প্রতিশ্রুতি

author img

By

Published : May 13, 2021, 9:54 AM IST

Updated : May 13, 2021, 10:02 AM IST

মহারাষ্ট্রকে 1.5 কোটি কোভিশিল্ড পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে এই প্রতিশ্রুতি দিয়েছেন সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা ৷

maharashtra-to-get-1-dot-5-cr-covishield-doses-after-may-20-health-minister
মহারাষ্ট্র পাবে 1.5 কোটি কোভিশিল্ড, উদ্ধবকে আদরের প্রতিশ্রুতি

মুম্বই, 13 মে: মহারাষ্ট্র পেতে চলেছে 1.5 কোটি কোভিশিল্ড ৷ সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা নিজে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে এই প্রতিশ্রুতি দিয়েছেন ৷ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানিয়ে বলেছেন, 20 মে-র পরে আসছে এই কোভিড টিকা ৷

বুধবার কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বৈঠক করে মহারাষ্ট্রের মন্ত্রিসভা ৷ সেই বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানান, "সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা 20 মে-র পর মহারাষ্ট্রে 1.5 কোটি কোভিশিল্ড পাঠাবেন বলে মুখ্যমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছেন ৷ এই টিকা পেয়ে গেলেই আমরা 18-44 বছর বয়সিদের টিকাকরণ শুরু করে দেব ৷"

তোপে আরও বলেছেন, "টিকার অভাবের জন্য আমরা 18-44 বছর বয়সিদের টিকাকরণ বন্ধ রেখেছি ৷ এই বয়সের জন্য রাজ্য সরকার যে টিকা কিনেছিল, তা এখন 45 বছরের উপরে যাঁরা তাঁদের দেওয়া হচ্ছে ৷"

আরও পড়ুন: দেশে করোনার দৈনিক সংক্রমণ বেড়ে 3.62 লাখ, মৃত চার হাজারের উপরেই

রাজ্য মন্ত্রিসভায় মহারাষ্ট্রে লকডাউনের মেয়াদ আরও 15 দিন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে ৷ মুখ্যমন্ত্রী ঠাকরে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তোপে ৷

Last Updated : May 13, 2021, 10:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.