ETV Bharat / bharat

Daulatabad Fort: দৌলতাবাদ দুর্গের নাম বদলে ফের দেবগিরি করতে তৎপর মহারাষ্ট্র সরকার

author img

By

Published : Sep 18, 2022, 12:35 PM IST

দৌলতাবাদ দুর্গের (Daulatabad Fort) পুরনো পরিচয় ফেরাতে তৎপর মহারাষ্ট্র সরকার (Maharashtra Government) ৷ ফেরানো হবে দুর্গের দেবগিরি (Devgiri) পরিচয় ৷

Maharashtra Government set to restore old name of Daulatabad Fort as Devgiri
Daulatabad Fort: দৌলতাবাদ দুর্গের নাম বদলে ফের দেবগিরি করতে তৎপর মহারাষ্ট্র সরকার

মুম্বই, 18 সেপ্টেম্বর: আবার নামবদল ! তবে, এবার ঐতিহাসিক স্থাপত্য়ের দীর্ঘদিনের পরিচয় বদলে তাকে তার পুরনো নাম ফিরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে ৷ যার কেন্দ্রবিন্দুতে রয়েছে মহারাষ্ট্রের (Maharashtra) ঔরঙ্গাবাদ (Aurangabad) শহরের কাছে অবস্থিত শতাব্দী প্রাচীন দৌলতাবাদ দুর্গ (Daulatabad Fort) ৷ রাজ্য সরকারের প্রস্তাব, এই দুর্গের নাম বদলে তার পুরনো পরিচয়, অর্থাৎ দেবগিরি (Devgiri) করে দেওয়া হোক ৷ শনিবার মহারাষ্ট্রের পর্যটন মন্ত্রী মঙ্গল প্রভাত লোধা (Mangal Prabhat Lodha) সরকারের এই অবস্থানের কথা প্রকাশ্যে এনেছেন ৷ ওই দিন হায়দরাবাদ মুক্তি দিবস (Hyderabad Liberation Day) উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মঙ্গল ৷ সেখানেই দৌলতাবাদ দুর্গের নাম বদলে দেবগিরি করার বিষয়টি উল্লেখ করেন তিনি ৷

এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, "এই দুর্গটি দৌলতাবাদ এবং দেবগিরি নামে পরিচিত ৷ বস্তুত, একে দৌলতাবাদ দুর্গ নামেই অবিহিত করা হয় ৷ রাজ্য পর্যটন দফতর এই দুর্গের নাম বদলের একটি প্রস্তাব জমা দেবে ৷ তাতে দুর্গটির নাম দৌলতাবাদ থেকে বদলে দেবগিরি করার কথা বলা হবে ৷"

আরও পড়ুন: রাজাকরদের ভয়েই এত বছর হায়দরাবাদ মুক্তি দিবস পালিত হয়নি ! বিরোধীদের শাহী তোপ

প্রসঙ্গত, হায়দরাবাদ মুক্তি দিবসকে ইতিমধ্যেই একটি ইস্যু হিসাবে খাড়া করার চেষ্টা করছে গেরুয়া শিবির ৷ শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ নিজে হায়দরাবাদে উপস্থিত থেকে এই দিনটি পালন করেছেন ৷ সেইসঙ্গে, এত বছর ধরে এই দিনটি উদযাপন না করার জন্য বিরোধীদের দুষেছেন ৷ ওই একই দিনে দৌলতাবাদ দুর্গে জাতীয় পতাকা উত্তোলন করেন মহারাষ্ট্রে পর্যটন মন্ত্রী ৷ একইসঙ্গে তিনি জানান, এবার থেকে প্রতি বছর হায়দরাবাদ মুক্তি দিবস উপলক্ষে দৌলতাবাদ দুর্গে জাতীয় পতাকা উত্তোলন করা হবে ৷

উল্লেখ্য, এই দুর্গের দৌলতাবাদ নামকরণ করা হয়েছিল চতুর্দশ শতাব্দীতে ৷ নেপথ্যে ছিলেন মুঘল সুলতান মহম্মদ বিন তুঘলক ৷ তিনি বুঝেছিলেন, দক্ষিণ ভারতে সামরিক অভিযান চালাতে হলে এই দুর্গের থেকে ভালো ঘাঁটি আর হতে পারে না ৷ ঐতিহাসিকদের একাংশ মনে করেন, তিনি দৌলতাবাদকে রাজধানী করারও পরিকল্পনা করেছিলেন ৷ কিন্তু, পরবর্তীতে এই দুর্গ কুব্বাতুল ইসলাম নামে পরিচিতি পায় ৷ এমনকী, এই নামে নতুন মুদ্রাও চালু করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.