ETV Bharat / bharat

Murder in Ayodhya: অযোধ্যার আশ্রমে সাধুকে শ্বাসরোধ করে খুন, অভিযুক্ত দুই শিষ্য

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2023, 12:57 PM IST

Brutal Murder of Mahant in Ayodhya: অযোধ্যার হনুমানগড়ী কমপ্লেক্সের এক আশ্রমে মহন্ত দুর্বল দাস নামে এক সাধুকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ পুলিশ তদন্ত করছে ৷ একজনকে আটক করা হয়েছে ৷ আরেকজনের খোঁজ করছে পুলিশ ৷

Murder in Ayodhya
Murder in Ayodhya

অযোধ্যা, 19 অক্টোবর: মহন্তের অস্বাভাবিক মৃত্যু অযোধ্যায় ৷ বৃহস্পতিবার সকালে সেখানকার বিখ্যাত হনুমানগড়ী কমপ্লেক্সের একটি আশ্রমে ঘটনাটি ঘটে ৷ মৃতের নাম মহন্ত দুর্বল দাস ৷ তিনি যে ঘরে থাকতেন, সেখানেই তাঁর মৃতদেহ উদ্ধার হয় ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে যে শ্বাসরোধ করে ওই মহন্তকে খুন করা হয়েছে ৷ এই ঘটনায় সন্দেহভাজন মহন্তর দুই শিষ্য ৷ একজন পলাতক ৷ দ্বিতীয়জনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ৷

এই ঘটনার তদন্তে ওই আশ্রমে যান অযোধ্যার পুলিশ সুপার রাজকরণ নায়ার ৷ সংশ্লিষ্ট এলাকা উত্তরপ্রদেশ পুলিশের যে রেঞ্জের মধ্যে পড়ছে, সেখানকার আইজিও ঘটনাস্থলে যান ৷ এছাড়া পুলিশের আরও একাধিক কর্তা সেখানে উপস্থিত হয়েছিলেন ৷ মৃতদেহ উদ্ধারের সময় ফরেনসিক দলও ঘটনাস্থলে ছিল ৷ তারাও একাধিক নমুনা সংগ্রহ করেছে ৷

Murder in Ayodhya
অযোধ্যার আশ্রম থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ

আশ্রমিকদের থেকে পুলিশ জানতে পেরেছে যে সকালে অনেকক্ষণ ঘর থেকে মহন্ত দুর্বল দাস বের না হওয়ায়, তাঁরা ডাকাডাকি করেন ৷ তার পরও কোনও সাড়া মেলেনি ৷ তখনই তাঁদের সন্দেহ হয় ৷ দরজা ভেঙে দেখা যায় ওই মহন্ত অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে ৷ সঙ্গে সঙ্গে চিকিৎসককে খবর দেওয়া হয় ৷ চিকিৎসক এসে তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ এর পর খবর যায় পুলিশের কাছে ৷

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, রাতেই শ্বাসরোধ করে মহন্ত দুর্বল দাসকে খুন করা হয়েছে ৷ অন্য আশ্রমিকদের সঙ্গে কথা বলে পুলিশ ওই মহন্তর দু’জন শিষ্যের বিষয়ে জানতে পারে ৷ তাঁদের একজন ঋষভ শুক্লা ৷ তাঁকে খুঁজে পাওয়া যায়নি আশ্রমে ৷ তাঁর সন্ধানে পুলিশ চারটে টিম তৈরি করেছে ৷ ওই টিমগুলি এখন বিভিন্ন জায়গায় ঋষভের সন্ধান করছে ৷

ওই আশ্রমে সিসিটিভি ক্যামেরা রয়েছে ৷ স্বাভাবিকভাবে পুলিশ ওই সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে জানতে পারে রাতে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয় ৷ সেই কাজটি করেছেন সন্দেহভাজন দ্বিতীয় শিষ্য ৷ তাঁকে পুলিশ আপাতত আটক করে জিজ্ঞাসাবাদ করছে ৷

পুলিশ খতিয়ে দেখছে, কী কারণে খুন ? মহন্ত দুর্বল দাসের সঙ্গে এই দু’জন শিষ্যর কোনও গোলমাল হয়েছিল কি না ! টাকা-পয়সা বা অন্য কিছুর জন্য এই খুন কি না ! এই ঘটনার পিছনে অন্য কেউ জড়িয়ে রয়েছে কী ?

আরও পড়ুন: তেলেঙ্গানার যুবতিকে চাকরি দেওয়ার নামে লখনউয়ে ডেকে 'গণধর্ষণ', গ্রেফতার 3

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.