ETV Bharat / bharat

Praveen Kumar Sobti Dies : আর গদা তুলবেন না ভীম, প্রয়াত অভিনেতা প্রবীণকুমার সোবতি

author img

By

Published : Feb 8, 2022, 1:05 PM IST

74 বছর বয়সে প্রয়াত বিআর চোপড়ার মহাভারতে ভীমের চরিত্রে অভিনয় করা প্রবীণকুমার সোবতি (Mahabharat Actor Praveen Kumar Sobti Dies at 74) ৷ বেশ কয়েকদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন প্রবীণ এই অভিনেতা ৷ 2013 সালে শেষ অভিনয় ৷ তার পর রাজনীতিতে প্রবেশ করেছিলেন ৷ দিল্লিতে আপের হয়ে ভোটেও দাঁড়িয়েছিলেন সোবতি ৷

Mahabharat Actor Praveen Kumar Sobti Dies at Age of 74
Mahabharat Actor Praveen Kumar Sobti Dies at Age of 74

মুম্বই, 8 ফেব্রুয়ারি : প্রয়াত অভিনেতা প্রবীণকুমার সোবতি (Mahabharat Actor Praveen Kumar Sobti Dies at 74) ৷ ভারতীয় অভিনয় জগতের এই নক্ষত্র সাধারণ ভারতবাসীর কাছে পরিচিত ভীম হিসাবে ৷ বিআর চোপড়ার মহাভারতে তিনিই ছিলেন ভীমের চরিত্রে ৷ গত বছর ডিসেম্বর মাসে তিনি 74 বছর পূরণ করেন ৷ প্রবীণকুমার সোবতি সম্প্রতি বেশকিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন ৷ আর্থিকভাবেও তিনি সমস্যায় ছিলেন ৷ সরকারের কাছে সাহায্যও চেয়েছিলেন প্রবীণ অভিনেতা প্রবীণকুমার সোবতি ৷

1988 সালে মহাভারতে ভীমের চরিত্র করার আগে প্রবীণকুমার সোবতি বেশ কয়েকটি সিনেমাতেও কাজ করেছেন ৷ যার মধ্যে অন্যতম অমিতাভ বচ্চনের ‘শাহেনশাহ’ এবং ধর্মেন্দ্রর ‘লোহা’ ৷ অন্যান্য সিনেমাগুলির মধ্যে রয়েছে ‘আজ কা অর্জুন’, ‘যুদ্ধ’, ‘মহব্বত কে দুশমন’, ‘কিসমত কুদরত কা’, ‘আজুবা’ এবং ‘ঘায়াল’ ৷ 2013 সালে তিনি ‘বারবারিক’ এ শেষ অভিনয় করেছিলেন ৷ প্রবীণকুমার সোবিত প্রায় 50টি সিনেমা এবং টিভি শো-তে অভিনয় করেছেন ৷

আরও পড়ুন : Imran Khan Pays Tribute to Lata : "উপমহাদেশ হারাল এক মহান গায়িকাকে", কাঁটাতারের ওপার থেকে এল শোকবার্তা

2013 সালে প্রবীণকুমার সোবতি অভিনয় ছেড়ে রাজনীতিতে প্রবেশ করেন ৷ সেবছর দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির টিকিটে ভোট দাঁড়িয়েছিলেন ৷ পরবর্তী সময়ে আপ ছেড়ে দেন তিনি ৷ অভিনয়ের আগে প্রবীণকুমার সোবতি একজন অ্যাথলিট ছিলেন ৷ তিনি এশিয়ান টুর্নামেন্টে পদকও পেয়েছিলেন ৷ 1960 এবং 70’র দশকে ভারতের হয়ে অনেকগুলি খেলায় প্রতিনিধিত্ব করেছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.