ETV Bharat / bharat

Madurai Train Blaze: মাদুরাইয়ে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ তদন্তে সাদার্ন সার্কেলের রেলওয়ে সেফটি কমিশনার

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 10:14 AM IST

Madurai Train Coach Fire Probe: মাদুরাইতে ট্রেনে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে 9 জনের ৷ গুরুতর আহত আট জন ৷ একটি অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে যে, সাদার্ন সার্কেল রেলওয়ে সেফটি কমিশনারের অধীনে আজ অগ্নিকাণ্ডের ঘটনার একটি বিধিবদ্ধ তদন্ত হবে ।

Madurai Train Blaze
মাদুরাইয়ে ট্রেনে অগ্নিকাণ্ড

মাদুরাই, 27 অগস্ট: সাদার্ন সার্কেল রেলওয়ে সেফটি কমিশনার বি গুগানেসানের অধীনে মাদুরাই ট্রেনে অগ্নিকাণ্ডের বিধিবদ্ধ তদন্ত হতে চলেছে রবিবার ৷ সাদার্ন রেলের প্রধান জনসংযোগ আধিকারিক একটি অফিসিয়াল বিবৃতির মাধ্যমে এ কথা জানিয়েছেন । মাদুরাইতে একটি ট্রেনের কোচে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারিভাবে 9 জনের মৃত্যুর কথা বলা হয়েছে ৷ এই ঘটনায় আরও আট জন যাত্রী গুরুতর আহত হয়েছেন ।

শনিবার সকালে মাদুরাই রেলওয়ে স্টেশনের কাছে লেনে পার্ক করা পুনালুর-মাদুরাই এক্সপ্রেসের সঙ্গে সংযুক্ত একটি 'প্রাইভেট পার্টি কোচ'-এর ভিতরে আগুন লাগে । সাদার্ন সার্কেল বেঙ্গালুরুর রেলওয়ে সেফটি কমিশনার এএম চৌধুরী মাদুরাই রেলওয়ে স্টেশন ইয়ার্ডে স্থাপিত আইআরসিটিসি ট্যুরিস্ট কোচ (এনই রেলওয়ে - এনই - সিএন 113210)-এ অগ্নিকাণ্ডের ঘটনার বিধিবদ্ধ তদন্ত করবেন ৷ সাদার্ন রেলওয়ের অফিসিয়াল বিবৃতিতে রবিবার এ কথা জানানো হয়েছে ৷

দুর্ঘটনার সঠিক কারণ জানার জন্য মাদুরাইয়ের বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের অফিস কমপ্লেক্সে ডিআরএম-এর কনফারেন্স হলে রবিবার সকাল 9.30 টায় তদন্ত শুরু হবে । সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঘটনার সঙ্গে সম্পর্কিত তথ্য বা প্রমাণ ভাগ করে নেওয়ার জন্য জনসাধারণের কাছে অনুরোধ করেছে সাদার্ন রেলওয়ে ।

আরও পড়ুন: ট্রেনে সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন! মৃত কমপক্ষে 9 দাবি পুলিশের; ভিন্ন মত রেলের

বিবৃতিতে বলা হয়েছে, "জনসাধারণের যে কোনও সদস্যের এই ঘটনা ও এর সঙ্গে সম্পর্কিত বিষয়ে যা জ্ঞান রয়েছে এবং তাঁরা যে প্রমাণ দিতে ইচ্ছুক তাঁরা 27 অগস্ট মাদুরাইয়ের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অফিস কমপ্লেক্সে ডিআরএম-এর কনফারেন্স হলে সাউদার্ন সার্কেল 2 রেলওয়ে নিরাপত্তা কমিশনারকে তা লিখতে পারেন ।"

এর আগে, শনিবার সাদার্ন রেলওয়ে বলেছিল যে, মাদুরাই ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত অপরাধীরা 'আইনের পূর্ণ শক্তির' মুখোমুখি হবে । সাংবাদিকদের সাদার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার আরএন সিং বলেন, "প্রাসঙ্গিক আইপিসি ধারা এবং রেলওয়ে আইনের অধীনে জিআরপি দ্বারা একটি এফআইআর দায়ের করা হয়েছে । দায়ী ব্যক্তিরা আইনের পূর্ণ শক্তির মুখোমুখি হবেন ।"

মাদুরাই কোচের অগ্নিকাণ্ডের ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের আত্মীয়দের জন্য সাউদার্ন রেলওয়ে 10 লাখ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে । এছাড়াও গুরুতর আহত যাত্রীদের জন্য 2 লাখ টাকা এবং সামান্য আহতদের জন্য 50,000 টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে রেল । (সংবাদসংস্থা এএনআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.