ETV Bharat / bharat

ডেরেকের পর লোকসভা থেকেও সাসপেন্ড করা হল 13 জন বিরোধী দলের সাংসদকে!

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 3:36 PM IST

Updated : Dec 14, 2023, 10:30 PM IST

Etv Bharat
Etv Bharat

Lok Sabha passes resolution to suspend more MPs: রাজ্যসভার পর এবার লোকসভা ৷ একদিনে 13 সাংসদকে বরখাস্ত করা হল লোকসভা থেকে ৷ লোকসভার শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য আরও 13 জন সাংসদকে এদিন সাসপেন্ড করার প্রস্তাব আনেন কেন্দ্রীয় সংসদীয়মন্ত্রী প্রহ্লাদ জোশী ৷

নয়াদিল্লি, 14 ডিসেম্বর: রাজ্যসভার পর এবার লোকসভা ৷ একদিনে প্রথমে 14 সাংসদকে বরখাস্ত করা হলেও পরে জানানো হয়, ডিএমকে সাংসদ আর পার্থিবন সেই সময় লোকসভায় হাজির ছিলেন না ৷ শেষ পর্যন্ত তাঁর নাম বাদ দেওয়া হয় ৷ সুতরাং লোকসভার শীতকালীন অধিবেশনের বাকি দিনের জন্য মোট 13 জন সাংসদকে এদিন সাসপেন্ড করা হয় ৷ সাংসদদের সাসপেন্ড করার প্রস্তাব আনেন কেন্দ্রীয় সংসদীয়মন্ত্রী প্রহ্লাদ জোশী ৷ সেই প্রস্তাব পাশ হয় সংসদে ৷ এরপরই বিরোধী দলের সাংসদদের সাসপেন্ড করা হয় চলতি অধিবেশন থেকে ৷

বৃহস্পতিবার শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য "অসংসদীয় আচরণ" করার জন্য পাঁচজন কংগ্রেস সদস্যকে লোকসভা থেকে বরখাস্ত করা হয়েছিল ৷ এরপর আরও নয় জন সাংসদের বিরুদ্ধেও একই অভিযোগ আনেন সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী ৷ একই সঙ্গে, তাঁদেরও সাসপেন্ড করার জন্য লোকসভায় প্রস্তাবও আনেন সংসদীয়মন্ত্রী ৷

এদিন লোকসভায় সংসদীয় মন্ত্রী জানান, বুধবার লোকসভায় দর্শক গ্যালারি থেকে লোকসভার চেম্বারে দু'জন লোক ঝাঁপ দিয়েছিলেন, যার জেরে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার যথাযথ পদক্ষেপ করা হয়েছে ৷ কিন্তু সেই ঘটনা নিয়ে বিরোধী সাংসদরা অধিবেশনে যে আচরণ করেছে তা অনৈতিক বলেও মন্তব্য করেন সংসদীয় মন্ত্রী ৷ প্রহ্লাদ জোশী বলেন, "টিএন প্রথাপন, হিবি ইডেন, এস জোথিমনি, রাম্য হরিদাস এবং ডিন কুরিয়াকোস, কানিমোঝিকে রুল 374 (2)-এর অধীনে শীতকালীন অধিবেশনের বাকি অংশের জন্য বরখাস্ত করা হোক ৷ যা আগামী 22 ডিসেম্বর শেষ হবে।"

  • A total of 15 MPs suspended from the Parliament today for the remainder of the winter session - 14 from Lok Sabha and one from Rajya Sabha.

    (File pic) pic.twitter.com/q3ZXo8RDtb

    — ANI (@ANI) December 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংসদীয়মন্ত্রীর এই প্রস্তাব পাশ হয় সংসদে ৷ সেই সময় চেয়ারে ছিলেন বিজেডির সাংসদ ভর্তৃহরি মহতাব। বিরোধী সদস্যদের স্লোগানের মধ্যেই এদিন চেয়ার বিরোধী সাংসদদের সাসপেন্ড করার প্রস্তাব গ্রহণ করে ৷ অন্যদিকে, প্রহ্লাদ জোশী বলেন, "স্পিকার ওম বিড়লা গতকালের ঘটনার উচ্চ-পর্যায়ের তদন্তের জন্য স্বরাষ্ট্র সচিবকে চিঠি লিখেছেন এবং তদন্ত শুরু হয়েছে।" এর পাশাপাশি, তিনি অতীতের উদাহরণ উল্লেখও করেন, যখন দর্শক গ্যালারি থেকে কাগজপত্র ছুড়ে দেওয়া হয়েছিল, এবং এর আগেও এরকম দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। তিনি বিরোধী সদস্যদের এই বিষয়টিকে "রাজনীতিকরণ" না করার আহ্বান জানান।

অন্যদিকে, লোকসভা ডিএমকে সাংসদ এস আর পার্থিবনের স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে ৷ সরকারের তরফে স্পিকার ওম বিড়লাকে জানানো হয়, ভুল পরিচয়ের কারণে তাঁর নামটিও চলে আসে ৷ যদিও তখন ডিএমকে সংসদ সদস্য সেই সময় হাউসে উপস্থিত ছিলেন না।

আরও পড়ুন

সংসদের নিরাপত্তা লংঘনে কলকাতা-যোগ ! দিল্লির ক্রাইম ব্রাঞ্চের ফোন এল লালবাজারে

ধনকড়ের হাতে ফের সাসপেন্ড ডেরেক ও'ব্রায়েন, তুমুল হইচই রাজ্যসভায়

Last Updated :Dec 14, 2023, 10:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.