ETV Bharat / bharat

চেষ্টা করুন, বাচ্চাদের মতো কাঁদবেন না; অক্সিজেন নিয়ে কেজরিওয়ালকে কেন্দ্র

author img

By

Published : Apr 25, 2021, 8:54 AM IST

দেশে করোনা সংক্রমণের পরিস্থিতি ভয়াবহ ৷ তার সঙ্গে রোগীকে বাঁচাতে অক্সিজেনের জোগান দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলি ৷ এ নিয়ে জোর তর্ক হল খোদ দিল্লি কোর্টে, দিল্লি সরকার বনাম কেন্দ্রীয় সরকার ৷

অক্সিজেনের হাহাকার দেশজুড়ে
অক্সিজেনের হাহাকার দেশজুড়ে

নিউ দিল্লি, 25 এপ্রিল : দিল্লি হাইকোর্টে ভয়াবহ করোনা আবহে দিল্লিতে অক্সিজেনের সরবরাহ নিয়ে কেন্দ্রের সঙ্গে দিল্লির কেজরিওয়াল সরকারের সংক্ষিপ্ত কিন্তু জোরালো তক্কাতক্কি হয়ে গেল গতকাল ৷

আরও বেশি আর নিরবচ্ছিন্ন অক্সিজেনের সরবরাহ চাই, জরুরি অবস্থায় কেন্দ্রের কাছে বারে বারে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ এদিন এই মামলার শুনানি চলাকালীন বিষয়টি নিয়ে জোরদার তর্ক হয় কোর্টেই ৷ দিল্লি সরকারের পক্ষে আইনজীবী কোর্টকে জানান যে, 480 টন অক্সিজেন না পেলে আগামী 24 ঘণ্টার মধ্যে হাসপাতালগুলির ব্যবস্থা ভেঙে পড়বে ৷ শুক্রবার মাত্র 297 টন অক্সিজেন পেয়েছে দিল্লি ৷ দিল্লি কত পরিমাণ অক্সিজেন পাবে আর কী ভাবে তা দেওয়া হবে, সে নিয়ে কেন্দ্রের কাছ থেকে বিস্তারিত উত্তর চেয়েছে দিল্লি সরকার ৷

কেন্দ্রকে দিল্লি সরকারের প্রয়োজনকে গুরুত্ব দিতে নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট ৷ সেই সময় দিল্লি সরকারের এই অভিযোগকে উড়িয়ে দিয়ে কেজরিওয়ালের নিষ্ক্রিয়তাকেই তুলে ধরার চেষ্টা করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা ৷

আরও পড়ুন: ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় নিতে হাসপাতালে সৌরভ, সঙ্গী ডোনা

দিল্লি সরকারের তরফে আইনজীবী রাহুল মেহরা দিল্লি হাইকোর্টে অভিযোগ তোলেন যে, অক্সিজেনের সরবরাহ নিয়ে দিল্লি সরকারের সঙ্গে সহযোগিতা করছে না কেন্দ্রীয় সরকার ৷ তার জবাবে তুষার মেহতা উত্তর দেন, "আমি আমার দায়িত্ব জানি ৷ আমি আরও অনেক কিছুই জানি, কিন্তু কিছুই বলছি না ৷ চেষ্টা করে যান, কিন্তু বাচ্চাদের মতো কাঁদবেন না ৷"

অক্সিজেনের অভাব নিয়ে দিল্লি হাইকোর্ট অবশ্য এদিনও জোর দিয়ে বলে, কেউ অক্সিজেন সরবরাহে বাধা দিলে তাকে "আমরা তাকে ফাঁসিতে ঝোলাব" ৷ কোভিড-19-এর এই ভয়াবহ পরিস্থিতিতে কোর্ট "সুনামি" বলেছে ৷

বিগত বেশ কিছু দিন ধরেই দিল্লির ছোট-বড় সব রকম হাসপাতালই অক্সিজেনের অভাব নিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছে ৷ গত 24 ঘণ্টার মধ্যে অক্সিজেন না পেয়ে অন্ততপক্ষে একটি হাসপাতালে করোনাসংক্রামিত রোগীর মৃত্যু হয়েছে ৷

প্য়ানডেমিকের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত সারা দেশ ৷ অক্সিজেন, ভ্যাকসিন, হাসপাতালে বেড আর সব মিলিয়ে চিকিৎসার খোঁজে মরিয়া হয়ে ঘুরে বেড়ানোর মানুষের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

করোনা সংক্রমণে চিকিৎসায় অক্সিজেন একটি প্রাথমিক ও আবশ্যিক উপাদান ৷ কিন্তু দেশজুড়ে চাহিদা আর সরবরাহের মধ্যে ভারসাম্য নষ্ট হওয়ায় অক্সিজেনের হাহাকার সর্বত্র ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.