ETV Bharat / bharat

MS Swaminatahan Passes Away: প্রয়াত কৃষিবিজ্ঞানী এমএস স্বামীনাথন, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 12:50 PM IST

Updated : Sep 28, 2023, 1:48 PM IST

MS Swaminatahan Passes Away
MS Swaminatahan Passes Away

Agricultural Scientist MS Swaminatahan Passes Away: প্রয়াত হলেন কিংবদন্তি কৃষিবিজ্ঞানী এমএস স্বামীনাথন ৷ তাঁর বয়স হয়েছিল 98 বছর ৷ স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় ৷ বৃহস্পতিবার তামিলনাড়ুর চেন্নাইয়ে তাঁর মৃত্যু হয় ৷

চেন্নাই, 28 সেপ্টেম্বর: কিংবদন্তি কৃষিবিজ্ঞানী এমএস স্বামীনাথন প্রয়াত হয়েছেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 98 বছর ৷ তাঁকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় ৷ বৃহস্পতিবার তামিলনাড়ুর চেন্নাইয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ বার্ধক্য়জনিত কারণে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ৷

তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই নিয়ে সোশাল মিডিয়ায় তিনি পোস্ট করেন ৷ সেখানে প্রধানমন্ত্রী লেখেন, "ড. এমএস স্বামীনাথনজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত । আমাদের দেশের ইতিহাসের একটি অত্যন্ত সংকটময় সময়ে, কৃষিতে তাঁর যুগান্তকারী কাজ লক্ষ লক্ষ মানুষের জীবনকে বদলে দিয়েছে এবং আমাদের দেশের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছিল ।"

  • Beyond his revolutionary contributions to agriculture, Dr. Swaminathan was a powerhouse of innovation and a nurturing mentor to many. His unwavering commitment to research and mentorship has left an indelible mark on countless scientists and innovators.

    — Narendra Modi (@narendramodi) September 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখানেই না থেমে প্রধানমন্ত্রী আরও লিখেছেন, "কৃষিতে তাঁর বৈপ্লবিক অবদানের বাইরেও, ড. স্বামীনাথন ছিলেন উদ্ভাবনের শক্তিশালা এবং অনেকের জন্য একজন লালন-পালনকারী পরামর্শদাতা । গবেষণা এবং পরামর্শদানের প্রতি তাঁর অটল প্রতিশ্রুতি অগণিত বিজ্ঞানী এবং উদ্ভাবকদের উপর একটি অমোঘ চিহ্ন রেখে গিয়েছে ।" তাঁর সঙ্গে এমএস স্বামীনাথনের সাক্ষাতের বিষয়েও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ৷

এমএস স্বামীনাথন 1925 সালের 7 অগস্ট জন্মগ্রহণ করেছিলেন তৎকালীন ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির কুম্বাকোনামে ৷ তাঁর বাবা এমকে সাম্বাভিসান ও মা পার্বতী থাঙ্গাম্মাল কেরালার আলাপ্পুঝা থেকে মাদ্রাজ প্রেসিডেন্সিতে এসেছিলেন ৷ মাত্র 11 বছর বয়সে তিনি বাবাকে হারান ৷ তার পর এক কাকার কাছে থাকতেন ৷

দেশ-বিদেশের একাধিক বিশ্ববিদ্যালয় থেকে তিনি কৃষি-সহ একাধিক বিষয়ে ডিগ্রি পেয়েছেন ৷ 2007 সাল থেকে 2013 সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য ছিলেন ৷ 1967 সালে তিনি পদ্মশ্রী পেয়েছেন ৷ পদ্মভূষণ পেয়েছেন 1972 সালে ৷ 1989 সালে তিনি পদ্মবিভূষণ পান ৷ এছাড়া 1971 সালে রামন ম্যগসাইসাই পুরস্কার ও 1987 সালে তিনি বিশ্ব খাদ্য পুরস্কারও পেয়েছিলেন ৷

মৃত্যুকালে তিনি রেখে গেলেন তাঁর তিন সন্তান, সৌম্যা স্বামীনাথন, মধুরা স্বামীনাথন ও নিত্যা রাওকে ৷ তাঁর স্ত্রী মীরা স্বামীনাথন গত বছর প্রয়াত হন ৷ তাঁর মেয়ে সৌম্যা স্বামীনাথন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মুখ্য বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত ৷ সৌম্যা একজন শিশুরোগ বিশেষজ্ঞ ৷

ছোট থেকেই এমএস স্বামীনাথনের কৃষিতে আগ্রহ ছিল ৷ কিন্তু মা-বাবা চেয়েছিলেন তিনি মেডিসিন নিয়ে পড়ুন ৷ সেই কারণেই তিনি প্রাথমিকভাবে জুলজি নিয়ে পড়াশোনা শুরু করেন ৷ পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও 1943 সালে বাংলা খাদ্যাভাব (পঞ্চাশের মন্বন্তর) দেখে তিনি কৃষিতে মনোনিবেশ করেন ৷ এর পর কৃষিতে তাঁর সব যুগান্তকারী কাজ ভারতের সবুজ বিপ্লবে কার্যকরী ভূমিকা নেয় ৷ সেই কারণেই তাঁকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় ৷

আরও পড়ুন: "জ়িরো বাজেট ফার্মিংয়ে সহমত নই, এ'দশক চিরসবুজ বিপ্লবের"

Last Updated :Sep 28, 2023, 1:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.