ETV Bharat / bharat

Tripura Assembly Election: ক্ষমতায় ফিরছে বামেরা, বিজেপি'র আসন সংখ্যা দশের নীচে নামবে, দাবি ত্রিপুরা সিপিএমের

author img

By

Published : Feb 14, 2023, 9:46 PM IST

16 ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন ত্রিপুরায় (Tripura Assembly poll) ৷ এবারের নির্বাচনে ক্ষমতায় বামজোট ফিরবে বলেই দাবি সিপিএমের ৷

ETV Bharat
ফাইল ছবি

আগরতলা, 14 ফেব্রুয়ারি: 10 এর নীচে এবার নেমে আসবে ত্রিপুরায় বিজেপি'র আসনসংখ্যা ৷ আসন্ন বিধানসভা ভোট উপলক্ষে মঙ্গলবার এক সাংবাদিক বাঠকে এমনই দাবি করেছেন ত্রিপুরায় সিপিএম-এর রাজ্য কমিটির সেক্রেটারি জিতেন্দ্র চৌধুরী ৷ এই সিপিএম নেতার আরও দাবি এবারের নির্বাচনে, ভোটের ইস্যু ভোটাররা নিজেরাই তৈরি করছেন ৷ বিজেপি'র জোটসঙ্গী আইপিএফটি'র জন্যও এটা শেষ নির্বাচন হতে চলেছে বলে এদিন মন্তব্য করেন এই সিপিএম নেতা (CPM on Tripura Election)৷

এদিন আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক বৈঠকে এই সিপিএম নেতা জানান, এবার ভোটাররাই ভোটের ইস্যু ঠিক করছেন ৷ গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে ও রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির স্বার্থে এবার বিজেপি'র অপশাসনের বিরুদ্ধে রায় দেবেন ত্রিপুরাবাসী ৷ সিপিএম এবারের প্রার্থী তালিকায় 60 শতাংশ নতুন ও কম বয়সিদের স্থান দেওয়া হয়েছে বলেও জানান জিতেন্দ্র চৌধুরী ৷ তবে বয়সের কারণে অনেক সিপিএম নেতা ভোটে লড়তে রাজি হয়নি বলেও তিনি জানান ৷

এই সিপিএম নেতার দাবি, "গত 15 দিনে এটা পরিষ্কার হয়ে গিয়েছে বাম, কংগ্রেস ও তিপরা মোথা এবারের নির্বাচনে ভালো ফল করবে ৷ বামেরা একার জোরে ক্ষমতায় আসবে ৷" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেদের স্বার্থে এবার ত্রিপুরায় প্রচারে এসেছেন বলেও মন্তব্য করেছেন এই সিপিএম নেতা ৷

আরও পড়ুন: 'বাম-কংগ্রেস জোট করেছে নিজেদের স্বার্থে', তোপ কুণালের

উল্লেখ্য, 16 ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন হবে ত্রিপুরায় ৷ 60 আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভার নির্বাচনের প্রচারপর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে ৷ 25 বছরের বামশাসনকে পরাস্ত করে গত বিধানসভা ভোটে উত্তর-পূর্বের এই রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি ৷ ক্ষমতা ধরে রাখতে তাই এবার প্রচারে ঝড় তুলেছিল বিজেপি ৷ নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডারা গত কয়েকদিনে এই রাজ্যে এসে প্রচার সেরেছেন ৷ ত্রিপুরায় এবার লড়ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরাও ৷ তাঁদের হয়ে প্রচারে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.