ETV Bharat / bharat

Navjot Singh Sidhu: সোনিয়া-সাক্ষাতে 13 দফা কর্মসূচি কার্যকর করার দাবিতে চিঠি সিধুর

author img

By

Published : Oct 17, 2021, 7:12 PM IST

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করে 13 দফা কর্মসূচি পেশ করলেন পঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধু ৷ যেখানে রাজ্যে কংগ্রেসের সরকারকে বাঁচাতে 13 দফা ওই কর্মসূচি কার্যকর করার আবেদন জানালেন তিনি ৷ এ নিয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিত সিং চান্নিকে নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছেন সিধু ৷

Last Chance for Resurrection and Redemption of Punjab Congress Navjot Singh Sidhu Write a Letter to Sonia Gandhi
সোনিয়া সাক্ষাতে 13 দফা কর্মসূচি কার্যকর করার দাবিতে চিঠি সিধুর

নয়াদিল্লি, 17 অক্টোবর : দিল্লিতে সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করলেন পঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধু ৷ আজ কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতির সঙ্গে দেখা করে, পঞ্জাব সরকারের করণীয় 13 দফা কর্মসূচি পেশ করলেন তিনি ৷ প্রসঙ্গত, ক্যাপটেন অমরিন্দর সিং মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করার পর পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী হন চরণজিত সিং চান্নি ৷ সেই সময় পঞ্জাব কংগ্রেসের প্রদেশ সভাপতি ছিলেন সিধু ৷ কিন্তু, মন্ত্রিসভা গঠন নিয়ে চান্নির সঙ্গে তাঁর বিবাদ বাধে ৷ সেই বিবাদের জেরে প্রদেশ সভাপতি পদ থেকে ইস্তফা দেন সিধু ৷

কয়েকদিন সেই যুদ্ধে ইতি টানার পর গতকালই দিল্লি পৌঁছান নভজ্যোত সিং সিধু ৷ সেখানে আজ কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করে চারপাতার একটি চিঠি দেন তিনি ৷ যেখানে তিনি দাবি করেছেন, 2017 সালের নির্বাচনের আগে কংগ্রেস যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলিকে পালন করতে হবে ৷ সোনিয়া গান্ধিকে লেখা ওই 13 দফা দাবিতে সিধু জানিয়েছেন, পঞ্জাবে মাদক মামলায় গ্রেফতার থেকে শুরু করে, কৃষির পরিকাঠামো তৈরি এবং কেবল মাফিয়াদের নিয়ন্ত্রণের জন্য আইন তৈরির মতো বিষয়গুলিকে কার্যকর করতে হবে ৷

আরও পড়ুন : Inflation : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে রাহুলের নিশানায় কেন্দ্র, লালুর তোপে ডাবল ইঞ্জিন সরকার

পাশাপাশি, শেষ চেষ্টা হিসেবে এই সকল বিষয়গুলিকে যাতে কার্যকর করা হয়, সে নিয়ে যেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব পঞ্জাব সরকারকে নির্দেশ দেয় ৷ যা স্পষ্টতই পঞ্জাবের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দ্বন্দ্বকে ফের একবার প্রকাশ্যে নিয়ে এলো বলেই মনে করা হচ্ছে ৷ প্রসঙ্গত, 15 অক্টোবরে লেখা সেই চারপাতার চিঠি আজ টুইট করেন সিধু ৷ গতকাল রাহুল গান্ধি এবং কে সি বেণুগোপালের সঙ্গে দেখা করে পঞ্জাব প্রদেশ কংগ্রেস পদে তাঁর ইস্তফাপত্র প্রত্যাহার করে নেন ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : উৎসব শেষে 23 তারিখ থেকে উপ-নির্বাচনের প্রচার শুরু অভিষেকের

এমনকি তাঁর চিঠিতে লেখা 13 দফা এই কর্মসূচিকে আগামী বছর পঞ্জাবে ভোটের সময় কংগ্রসের নির্বাচনী ইস্তেহারে রাখার প্রস্তাবও দিয়েছেন সিধু ৷ যা গতকাল সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করে মৌখিকভাবেও জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি গত অগস্ট মাসে সোনিয়া গান্ধি পঞ্জাব কংগ্রেসের সরকারকে কিছু নির্দেশ দিয়েছিলেন ৷ সেগুলিকে কার্যকর করতে পুনরায় যাতে নির্দেশ দেন সেই আর্জি জানিয়েছেন তিনি ৷ যা পঞ্জাবের মানুষের স্বার্থে এবং শেষ মুহূর্তে প্রদেশ কংগ্রেসের স্বার্থেও ভাল হবে বলে জানিয়েছেন নভজ্যোত সিং সিধু ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.