ETV Bharat / bharat

Khalistani Slogans and Flag: ভাটিন্ডায় খালিস্তানি স্লোগান ও পতাকার দেখা মিলল কলেজের দেওয়ালে

author img

By

Published : Apr 10, 2023, 3:11 PM IST

পঞ্জাবের ভাটিন্ডার একটি মহিলা কলেজের দেওয়ালে খালিস্তানি স্লোগান ও পতাকা দেখা গেল সোমবার ৷ এই নিয়ে হইচই পড়েছে৷ বৈশাখী উৎসেবর আগে এই ঘটনায় উদ্বিগ্ন পুলিশ ৷ তাই নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে ৷

Khalistani Slogans and Flag
Khalistani Slogans and Flag

ভাটিন্ডা (পঞ্জাব), 10 এপ্রিল: ঐতিহাসিক শহর তালওয়ান্দি সাবোতে বৈশাখীর আগে মাতা সাহেব কৌর গার্লস কলেজের দেওয়ালে লেখা হল ‘খালিস্তান জিন্দাবাদ’ স্লোগান । সোমবার সকালে বিষয়টি নজরে আসে ৷ শুধু স্লোগান নয়, কলেজের দেওয়ালে ‘শিখস ফর জাস্টিস’-এর পতাকাও লাগানো হয়েছে । অন্যদিকে বৈশাখী উৎসবের প্রাক্কালে পঞ্জাব পুলিশের পক্ষ নিরাপত্তা আরও কঠোর করা হচ্ছে ৷ কিন্তু তার মধ্যে কলেজের দেওয়ালে খালিস্তানপন্থী স্লোগান নতুন করে চিন্তা বাড়িয়েছে পুলিশের ৷

শিখস ফর জাস্টিস নামে ওই সংগঠনের প্রধান গুরপতবন্ত সিং পান্নু ৷ তাঁর সংগঠনের তরফেই এই স্লোগান তালওয়ান্ডি সাবোতে মাতা সাহেব কৌর গার্লস কলেজের বাইরে লিখেছেন ৷ তার পর এর ভিডিয়ো তৈরি করে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন পান্নু ৷ ওই ভিডিয়োতে গুরপতবন্ত দাবি করেন যে খালিস্তানই পঞ্জাবের একমাত্র সমাধান ।

উল্লেখ্য, তালওয়ান্দি সাবোর শ্রী দমদমা সাহিবে আগামী 12 থেকে 14 এপ্রিল খালসা সাজনা দিবস ও বৈশাখী উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । সেই কারণে শ্রী দমদমা সাহিবে নিরাপত্তা আরও বৃদ্ধি করা হয়েছে ৷ তার পরও সন্ত্রাসবাদী পান্নু ওই এলাকায় খালিস্তানপন্থী স্লোগান দিল । যা নিয়ে রীতিমতো হইচই পড়েছে এলাকায়৷ উদ্বিগ্ন পুলিশ ও প্রশাসন ৷

এদিকে গতকাল, রবিবার পলাতক খালিস্তানি সমর্থক অমৃতপাল সিংকে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন শ্রী অকাল তখত সাহেবের জঠেদার জিয়ানি হরপ্রীত সিং । এই নির্দেশে ক্ষুব্ধ গুরপতবন্ত সিং পান্নু । সে এখন বিদেশে ৷ সেখান থেকেই ভিডিয়ো বার্তায় এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে পান্নু ৷ তার বক্তব্য, অমৃতপালের নিজস্ব কৌশল রয়েছে, তাকে সাহায্য করতে না পারলে আত্মসমর্পণ করতে বলা ভুল বলে তিনি জিয়ানি হরপ্রীত সিংকে পরামর্শ দিয়েছেন ৷

এর আগে, পলাতক খালিস্তানি সমর্থক অমৃতপাল সিং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দাবি করেছিলেন যে শ্রী অকাল তখত সাহেবের জাঠেদার জিয়ানি হরপ্রীত সিংকে বৈশাখী উপলক্ষে তখত শ্রী দমদমা সাহেবে আমন্ত্রণ জানানো উচিত ৷ যদিও এই দাবি খারিজ করে দেন জিয়ানি হরপ্রীত সিং ৷ তিনি সেই সময় এর জন্য বিভিন্ন কারণ দেখিয়েছিলেন ৷ তার বদলে তিনি অমৃতপালকে আত্মসমর্পণের কথা বলেছেন ৷

আরও পড়ুন: বৈশাখীতে ধর্মীয় সমাবেশের ডাক অমৃতপালের ! পঞ্জাবজুড়ে কঠোর নিরাপত্তা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.