ETV Bharat / bharat

KC Venugopal on Opposition Unity: বিরোধী ঐক্য তৈরিতে কংগ্রেসও চেষ্টা করছে, দাবি বেণুগোপালের

author img

By

Published : Feb 20, 2023, 1:55 PM IST

KC Venugopal on Opposition Unity
KC Venugopal on Opposition Unity

সম্প্রতি নীতীশ কুমার বিরোধী ঐক্যের পক্ষে সওয়াল করেছেন (Nitish Kumar on Opposition Unity) ৷ তার পর কংগ্রেসের কে সি বেণুগোপাল জানালেন, তাঁরা বিরোধী দলগুলিকে এক করার চেষ্টা করছে ৷

নয়াদিল্লি, 20 ফেব্রুয়ারি: বিজেপির (BJP) বিরুদ্ধে লড়াইয়ে বিরোধী ঐক্যের প্রয়োজনীয়তা (Opposition Unity) রয়েছে ৷ কংগ্রেস (Congress) এই বিষয়ে বরবারই সচেতন ৷ এমনটাই জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেণুগোপাল (K C Venugopal) ৷ তিনি বলেন, "গত সংসদ অধিবেশনে আমাদের সভাপতি সমস্ত সমমনস্ক দলগুলিকে আহ্বান করার উদ্যোগ নিয়েছিলেন ৷ আদানি ইস্যুতে (Adani Controversy) সংসদে সবাই এক হয়ে প্রতিবাদ করেছেন ৷ আমাদের বিজেপির বিরুদ্ধে লড়াই করা উচিত ও বিজেপি বিরোধী ভোট ভাগ হওয়ার সুযোগ দেওয়া উচিত নয় ৷’’

ওই কংগ্রেস নেতার দাবি, যেকোনও মূল্যে তাঁরা বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন ৷ বিজেপির সরকারকে তিনি অগণতান্ত্রিক ও স্বৈরাচারী বলেও উল্লেখ করেছেন ৷ সেই কারণেই বিরোধী ঐক্যেরও প্রয়োজন রয়েছে । তাঁর বক্তব্য, বিজেপি যেভাবে কেন্দ্রীয় এজেন্সি ও সংবাদমাধ্যমকে ব্যবহার করছে, তা উদ্বেগজনক ৷ সেই কারণেই বিরোধীদের এক হওয়া উচিত বলেই তিনি মনে করেন ৷

তিনি আরও উল্লেখ করেছেন যে চিন্তন শিবিরের ঘোষণার পর কংগ্রেসের প্রতিটি পদাধিকারী নিয়োগের বিষয়ে 50 বছরের কমবয়সীদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করা হচ্ছে । তিনি আরও বলেন, "আমরা এক পক্ষকালের মধ্যে এটা করতে পারব না । এই লক্ষ্যপূরণের জন্য কিছু সময়ের প্রয়োজন । কিন্তু আমরা এই প্রক্রিয়ার মধ্যে আছি ৷"

কে সি বেণুগোপাল আরও জানিয়েছেন, কংগ্রেস বিরোধী ঐক্যের বিষয়ে আগে থেকে উদ্বিগ্ন ছিল ৷ সেই কারণে সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ও দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Congress Chief Mallikarjun Kharge) বিরোধী ঐক্যের বিষয়ে সওয়াল করেছেন ৷ এই লড়াই যে কংগ্রেসের একার পক্ষে সম্ভব নয়, সেটাও তাঁরা জানেন বলে বেণুগোপালের দাবি ৷ তিনি বলেন, "বিরোধী ঐক্যের জন্য আমাদের প্রচেষ্টা অত্যন্ত আন্তরিক । যদিও আমাদের অনেক অভিজ্ঞতা আছে, যেখানে আমাদের ক্ষতি হয়েছে ৷ তার পরও আমরা এই স্বৈরাচারী সরকারকে অপসারণের জন্য সবকিছু ভুলে যেতে প্রস্তুত । আমরা সম্পূর্ণরূপে বিরোধী ঐক্যের পক্ষে ৷"

সম্প্রতি ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) করেছেন রাহুল গান্ধি ৷ সেই যাত্রায় বিরোধী দলগুলিকে আমন্ত্রণ জানানো হয় ৷ অনেকে উপস্থিত ছিল ৷ আবার অনেক দলের নেতাদের সেখানে দেখা যায়নি ৷ ফলে বিরোধী ঐক্য কি আদৌ সম্ভব, সেই নিয়ে প্রশ্ন রয়েছে ৷ যদিও সম্প্রতি বিজেপিকে হারাতে বিরোধীদের এক হওয়ার ডাক দিয়েছেন জেডিইউ নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷

আরও পড়ুন: 'হাত সে হাত জোড়ো' যাত্রায় গান্ধি পরিবারের 'ইমেজ' কাজে লাগানোর নির্দেশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.