ETV Bharat / bharat

Kartik Aaryan : রমরমিয়ে চলছে ‘ভুল ভুলাইয়া 2’, তারমাঝেই করোনায় আক্রান্ত আরিয়ান

author img

By

Published : Jun 4, 2022, 10:31 PM IST

করোনার কবলে পড়লেন কার্তিক আরিয়ান ৷ বর্তমানে মুম্বইতেই নিভৃতবাসে রয়েছেন অভিনেতা (Kartik Aaryan tests Covid Positive) ৷

Kartik Aaryan News
করোনায় আক্রান্ত আরিয়ান

মুম্বই, 4 জুন : করোনা আক্রান্ত কার্তিক আরিয়ান ৷ আইফা 2022-এ পারফর্ম করার কথা ছিল অভিনেতার, তার আগেই মারণ ভাইরাসের কবলে পড়লেন তিনি ৷ বর্তমানে মুম্বইতেই নিভৃতবাসে রয়েছেন অভিনেতা (Kartik Aaryan tests Covid Positive) ৷

এই নিয়ে দ্বিতীয় বার কোভিডের কোপে পড়লেন তিনি । 2021 সালের মার্চ মাসে, প্রথমবার কোভিড আক্রান্ত হয়েছিলেন অভিনেতা । ইনস্টাগ্রামে কার্তিক লিখেছেন, ‘সব কিছু এত ইতিবাচক চলছিল, করোনা আর থাকতে পারল না ৷’’

আরও পড়ুন : ব্যাকগ্রাউন্ডে হাওড়া ব্রিজ, হলুদ ট্যাক্সির মাথায় চড়লেন 'কলির কার্তিক'

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ভুল ভুলাইয়া 2’ ৷ বক্স অফিসে ঝড় তুলেছে হরর-কমেডি জনরার এই সিনেমা ৷ অক্ষয় কুমারের জুতোয় পা ঢুকিয়ে নিজেকে ছাপিয়ে গিয়েছেন কার্তিক ৷ ছবি মুক্তির আগে থেকে লাগাতার প্রচারে ব্যস্ত ছিলেন । 'ভুল ভুলাইয়া 2' ছবির গান 'আমি যে তোমার'-এর লঞ্চের জন্য কলকাতাতেও এসেছিলেন অভিনেতা । তারপরেই শারীরিক অবস্থার অবনতি ঘটে । করোনা আক্রান্ত হওয়ার কথা জানানোর পরেই তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করেন ভক্তরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.