ETV Bharat / bharat

Karnataka BJP: কর্নাটকের কংগ্রেস নেত্রীকে জেলে পাঠানোর হুমকি, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

author img

By

Published : Sep 3, 2022, 1:21 PM IST

কর্নাটকের (Karnataka) হোয়াইটফিল্ড এলাকায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন বিজেপি বিধায়ক অরবিন্দ লিম্বাভালি (BJP MLA Arvind Limbavali) ৷ সেখানেই তিনি কংগ্রেসের (Congress) স্থানীয় নেত্রী রুত স্যাগ্যায় ম্যারিকে হেনস্তা করেন বলে অভিযোগ ৷ ওই নেত্রীকে জেলে পাঠানোর হুমকি দেন বলেও অভিযোগ উঠেছে ৷

karnataka-bjp-mla-allegedly-threatens-congress-woman-activist
Karnataka BJP: কর্নাটকের কংগ্রেস নেত্রীকে জেলে পাঠানোর হুমকি, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

বেঙ্গালুরু, 3 সেপ্টেম্বর : জেলে পাঠিয়ে দেব ৷ এক মহিলাকে এমনই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ৷ বেঙ্গালুরুর (Bengaluru) এই ঘটনাটি প্রকাশ্যে আসে শনিবার ৷ অভিযুক্ত কর্নাটকে বিজেপির বিধায়ক অরবিন্দ লিম্বাভালি (BJP MLA Arvind Limbavali) ৷ এই নিয়ে ওই বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়েছে ৷

যে মহিলাকে হুমকি দেওয়া হয়েছে, তাঁর নাম রুত স্যাগ্যায় ম্যারি (Ruth Sagay Mary) ৷ তিনি কংগ্রেসের (Congress) স্থানীয় নেত্রী হিসেবে পরিচিত ৷ তাঁর দাবি, সম্প্রতি ওই বিধায়ক কর্নাটকের (Karnataka) হোয়াইটফিল্ড এলাকায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যান ৷ তখনই ওই কংগ্রেস নেত্রী তাঁর সঙ্গে দেখা করার চেষ্টা করেন ৷ ওই নেত্রীর কাছে একটি আবেদনপত্রও ছিল ৷ ম্যারির অভিযোগ, তাঁর হাত থেকে আবেদনপত্রটি বিধায়ক ছিনিয়ে নেয় ৷ তার পর তিনি বিধায়কের সঙ্গে কথা বলার চেষ্টা করেন ৷ কিন্তু ওই বিধায়ক কথা শুনতে চাননি ৷ বরং পালটা হুমকি দেন ৷

ম্যারির অভিযোগ, ওই বিধায়ক বারবার পুলিশকে নির্দেশ দিচ্ছিলেন যাতে তাঁকে গ্রেফতার করা হয় ৷ তিনি জমি দখল করেছেন বলেও ওই বিধায়ক দাবি করেন ৷ তাই তাঁকে টাননে টানতে থানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখারও নির্দেশ দেন বিধায়ক অরবিন্দ লিম্বাভালি ৷

  • #WATCH |Karnataka BJP MLA Aravind Limbavali verbally abused a woman&misbehaved when she tried to hand over a complaint letter to him&speak to him regarding issues in Varthur, Bengaluru following heavy rainfall

    She was later taken to Police Station (02.9)

    (Note:Abusive language) pic.twitter.com/9QL51UDL5d

    — ANI (@ANI) September 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওই কংগ্রেস নেত্রীর আরও দাবি, 1971 সালে তাঁর জমির উপর বাড়ি তৈরি হয়েছে ৷ সেই বাড়িটি বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকা (Bruhat Bengaluru Mahanagara Palike) বারবার ভেঙে দেওয়ার চেষ্টা করেছে ৷ তাঁর বক্তব্য, সমস্যা যাই হোক একজন বিধায়ক কখনও একজন মহিলার সঙ্গে এভাবে প্রকাশ্যে কথা বলতে পারেন না ৷

তাঁর অভিযোগ, বিধায়কের নির্দেশেই তাঁকে থানায় নিয়ে যাওয়া হয় ৷ রাত 10টা পর্যন্ত বসিয়ে রাখা হয় ৷ তাঁকে একটা ফোনও করতে দেওয়া হয়নি ৷ তাঁর আরও অভিযোগ, বিধায়ক তাঁর হাত ধরে টেনেছেন ৷ তাঁকে মারতেও চেষ্টা করেছিলেন ৷ যদিও বিজেপি বিধায়ক অরবিন্দ লিম্বাভালির দাবি, ওই মহিলার উচিত দখল করে রাখা জমি ছেড়ে দেওয়া ৷

যেহেতু ওই মহিলা কংগ্রেসের স্থানীয় নেত্রী, তাই এই ইস্যুতে সরব হয়েছেন কংগ্রেসের নেতারা ৷ রাজ্য মহিলা কমিশনের এই নিয়ে পদক্ষেপ করা উচিত বলে দাবি করেছে রাহুল গান্ধির (Rahul Gandhi) দল ৷

অন্যদিকে ম্যারির বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ৷ অভিযোগ, হোয়াইটফিল্ড থানায় (Whitefield Police Station) তিনি সরকারি কাজে বাধা দিয়েছেন ৷ তাই রাজস্ব দফতরের এক আধিকারিক পার্থসারথি তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷

আরও পড়ুন : কর্নাটকেও পরিবারতন্ত্রের আঁচ, ইয়েদুরাপ্পার বিরুদ্ধে বিদ্রোহ রাজ্য বিজেপিতে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.