ETV Bharat / bharat

Kangana Ranaut Tears into Rahul: হিন্দু দেবতার মূর্তি নিয়ে 'বিদ্রূপ' রাহুলের, তীব্র কটাক্ষ কঙ্গনার

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 7:52 PM IST

Etv Bharat
Etv Bharat

রাহুলকে আক্রমণ করে বলিউড অভিনেত্রী কঙ্গণা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিয়োটি শেয়ার করে জানান, মন্দিরের মূর্তিগুলো কার্যত বেকার ৷ প্রাণহীন শুধু পাথরের ৷ তিনি (রাহুল গান্ধি) আবার আমাদের প্রধানমন্ত্রী হতে চাইছেন !

হায়দরাবাদ, 22 সেপ্টেম্বর: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি মন্দিরের হিন্দু দেবতার মূর্তির সঙ্গে শক্তিহীন বিজেপি নেতাদের তুলনা করে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যা নিয়ে রাহুলকে তীব্র কটাক্ষ করেন অভিনেত্রী কঙ্গণা রানাউত ৷ রাহুল গান্ধির শেয়ার করা ভিডিয়োতে বিজেপি নেতাদের মন্দিরে পাথরের মূর্তির সঙ্গে তুলনা করে খোঁচা দিতে দেখা যায় ৷ জোর দিয়ে তিনি জানিয়েছেন, হিন্দু দেবতার মূর্তিও শক্তিহীন।

রাহুলকে আক্রমণ করে কঙ্গণা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিয়োটি শেয়ার করে লিখেছেন, "মন্দিরের মূর্তিগুলো কার্যত বেকার ৷ প্রাণহীন শুধু পাথরের ৷ তিনি (রাহুল গান্ধি) আবার আমাদের প্রধানমন্ত্রী হতে চাইছেন ! তিনি কি জানেন মন্দিরে মূর্তি পুজো করা হয় ? তাদের প্রতি আমাদের ভক্তি এবং আস্থা আছে ৷ এর সঙ্গে আমাদের শ্রদ্ধা এবং বিশ্বাস জড়িত আছে ৷ যা বিজ্ঞানী বা ডাক্তাররা করতে পারেন না, এই পবিত্র স্থানগুলি এবং এই পাথরগুলিই তা করতে পারে ৷ তাঁর (রাহুল গান্ধি) আচরণ কী আমি বুঝতে পারি না !"

অন্যদিকে, এদিন মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের একবার কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করেন রাহুল গান্ধি ৷ মহিলা সংরক্ষণ বিলের মধ্যে ওবিসি যুক্ত করার জন্য ফের একবার তিনি দাবি জানিয়েছেন ৷ সেই সঙ্গে, এখন বিল পাশ হলেও এর লাগু হওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন রাহুল ৷ তবে এই বিল যে তাঁরা সমর্থন করছেন তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন রাহুল ৷

আরও পড়ুন: 2024 লোকসভা নির্বাচনে এই আসন থেকে লড়বেন কমল হাসান

এদিকে, কঙ্গণাকে পরবর্তীতে 'চন্দ্রমুখী 2'-এ দেখা যাবে, যেটিতে রাঘব লরেন্সও অভিনয় করেছেন ৷ এটি রজনীকান্ত এবং জ্যোথিকা অভিনীত হিট তামিল ছবি চন্দ্রমুখীর সিক্যুয়াল বলেই জানা যাচ্ছে। তিনি সর্বেশ মেওয়ারার 'তেজস'-এও কাজ করছেন ৷ যা আগামী 20 অক্টোবর বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ৷ অনুপম খের, সতীশ কৌশিক এবং মিলিন্দ সোমান অভিনীত আরও একটি ছবি চলতি বছর আগামী 24 নভেম্বর মুক্তি পেতে চলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.