ETV Bharat / bharat

Green Bench: সাংবিধানিক বেঞ্চকে 'গ্রিন বেঞ্চ' ঘোষণা বিচারপতির, বন্ধ কাগজের ব্যবহার

author img

By

Published : Sep 7, 2022, 4:04 PM IST

সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন (Justice DY Chandrachud) সাংবিধানিক বেঞ্চকে (Constitution Bench) বুধবার 'গ্রিন বেঞ্চ' (Green Bench) বা পরিবেশবান্ধব বেঞ্চ হিসাবে ঘোষণা করা হল ৷ বিচারপতি চন্দ্রচূড় নিজেই এই ঘোষণা করেছেন ৷ এরপর থেকে এই বেঞ্চে আর কাগজ ব্যবহার না-করার জন্য আইনজীবীদের নির্দেশ দেওয়া হয়েছে ৷

Justice DY Chandrachud decleres Constitution Bench as Green Bench
Green Bench: সাংবিধানিক বেঞ্চকে 'গ্রিন বেঞ্চ' ঘোষণা বিচারপতির, বন্ধ কাগজের ব্যবহার

নয়াদিল্লি, 7 সেপ্টেম্বর: তাঁর নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চকে (Constitution Bench) 'গ্রিন বেঞ্চ' (Green Bench) বা পরিবেশবান্ধব বেঞ্চ হিসাবে ঘোষণা করলেন সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (Justice DY Chandrachud) ৷ বুধবার এই ঘোষণা করার সময় বিচারপতি আইনজীবীদের উদ্দেশে একটি নির্দেশও দেন ৷ তিনি বলেন, এবার থেকে এই বেঞ্চে মামলার নথি হিসাবে কোনও কাগজ জমা দেওয়া যাবে না ৷ বদলে নথির 'সফট কপি' বা ডিজিট্যাল সংস্করণ জমা দিতে হবে ৷

এদিন এই প্রসঙ্গে বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় (Justice Dhananjaya Yeshwant Chandrachud) বলেন, "আমরা এই বেঞ্চকে সম্পূর্ণ রূপে গ্রিন বেঞ্চ হিসাবেই রাখতে চাই ৷ তাই এখানে আর কোনও কাগজ থাকবে না ৷ অনুগ্রহ করে কোনও কাগজ সঙ্গে আনবেন না ৷" বিচারপতির এই কথা শুনে বেজায় ফাঁপড়ে পড়ে যান এজলাসে উপস্থিত আইনজীবীরা ৷ তাঁরা বলেন, তাঁদের পক্ষে সবসময় এই নির্দেশ মেনে চলা কঠিন ৷ কারণ, তাঁরা সকলে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে খুব একটা সড়গড় নন ৷

আরও পড়ুন: দলের নাম-প্রতীকে ধর্মের উল্লেখের বিরুদ্ধে পিটিশন, কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্টের

একথা জানার পর বিচারপতি চন্দ্রচূড় বলেন, এই বিষয়ে আইনজীবীদের দুশ্চিন্তার কোনও কারণ নেই ৷ শুনানি চলাকালীন কীভাবে এজলাসে ডিজিট্যাল নথি পেশ করতে হবে, সেই বিষয়ে তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে ৷ প্রত্যেক শনিবার সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি এবং আইটি সেলের পক্ষ থেকে আইনজীবীদের এই প্রশিক্ষণ দেওয়া হবে ৷

সাংবিধানিক বেঞ্চের অন্যতম সদস্য বিচারপতি এমআর শাহ (Justice MR Shah) বলেন, "আমাদেরও এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল ৷ কোনও না-কোনও দিন তো আপনাদেরও শুরু করতে হবে ৷" এই প্রসঙ্গ টেনেই বিচারপতি চন্দ্রচূড় বলেন, "মহাসচিব এবং আইটি সেলের প্রধান প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে অত্যন্ত পারদর্শী ৷ ওঁরা প্রত্যেক শনিবার প্রবীণ আইনজীবীদের প্রযুক্তির ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দিতে রাজি আছেন ৷" সাংবিধানিক বেঞ্চের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন পরিবেশপ্রেমীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.