ETV Bharat / bharat

Jio 5G Launch: আজ কলকাতা-সহ এই শহরগুলিতে যাত্রা শুরু 5জি-র, কারা পাবেন ?

author img

By

Published : Oct 5, 2022, 9:42 AM IST

Jio to start 5G services for customers in Kolkata and other 3 cities on trial basis from Oct 5
আজ কলকাতা-সহ এই শহরগুলিতে যাত্রা শুরু 5জি-র, কারা পাবেন ?

আজ কলকাতা, মুম্বই, দিল্লি ও বারাণসীতে 5জি নেটওয়ার্কের ট্রায়াল শুরু করছে জিও (Jio 5G Launch)৷ বিটা ট্রায়ালে বাছাই করা গ্রাহকদের পরীক্ষামূলক ভাবে 5জি নেটওয়ার্ক দেওয়া হবে (Jio to start 5G service)৷

নয়াদিল্লি, 5 অক্টোবর: আইএমসি 2022-এ দেশে উদ্বোধন হয়েছে 5জি পরিষেবার ((Jio 5G Launch)৷ তার ঠিক কয়েকদিনের মধ্যে এ বার রিলায়েন্স জিও ঘোষণা করল 5 অক্টোবর, অর্থাৎ দশেরার দিন মুম্বই, দিল্লি, কলকাতা ও বারাণসীতে এই পরিষেবার ট্রায়াল চালু করা হবে (Jio to start 5G service)৷ আজ এই চার শহরের বাছাই করা গ্রাহকদের জন্য পরীক্ষামূলক ভাবে 5জি পরিষেবা (বিটা ট্রায়াল) চালু করবে জিও ।

এরই সঙ্গে তারা দিচ্ছে ওয়েলকাম অফার ৷ এই রিজিয়নগুলিতে 1Gbs পর্যন্ত 5G ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রাহকরা ৷ অন্যান্য এলাকাতেও আরও 5জি ট্রায়াল দেওয়া শুরু হবে বলে ঘোষণা করেছে জিও ৷

কীভাবে আপনার ফোনে 5জি নেটওয়ার্ক পাবেন ?

বিটা ট্রায়ালে অংশ নেওয়া গ্রাহকরা তাদের সিম কার্ড বা ফোন না বদলেই তাতে 5জি নেটওয়ার্ক পাবেন ৷ বিবৃতিতেই জিও জানিয়েছিল যে, এই পরিষেবার ট্রায়ালের জন্য গ্রাহকদের আমন্ত্রণ জানানো হবে ৷ ফলে শহরের সব গ্রাহক এই পরিষেবা আপাতত পাচ্ছেন না ৷ যে গ্রাহকদের জিও ট্রায়ালের জন্য বেছে নেবে, তাঁরা 1Gbps+ স্পিড পর্যন্ত আনলিমিটেড 5জি ডেটা পাবেন ৷ শুধু গ্রাহকদের 5জি সাপোর্ট করে এমন স্মার্টফোন থাকতে হবে ৷ তবেই এই ট্রায়ালের অংশীদার হওয়া যেতে পারে ৷ যে গ্রাহকদের ট্রায়ালের জন্য বেছে নেওয়া হয়েছে, তাঁরা নিজেদের হ্যান্ডসেট বা সিম কার্ডে নিজে থেকেই 5জি পরিষেবা উপভোগ করতে পারবেন ৷

আরও পড়ুন: 23-এর ডিসেম্বরের মধ্যেই সারা দেশে মিলবে জিও-র 5জি পরিষেবা, জানালেন মুকেশ আম্বানি

সব হ্যান্ডসেট প্রস্তুতকারককে তাদের মোবাইলে 5জি সাপোর্ট রাখার অনুরোধ জানিয়েছে জিও ৷ প্রয়োজনে নতুন আপডেট দিয়ে বা অন্য কোনও ভাবে সব মোবাইল যাতে 5জি করে দেওয়া যায়, সেই ব্যবস্থা করতে বলা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.