ETV Bharat / bharat

Jio Launch 259 Recharge Plan : জিও আনল 30 দিনের বৈধতা-সহ 259 টাকার নতুন প্ল্যান

author img

By

Published : Mar 28, 2022, 6:34 PM IST

Jio
Jio

জিও আনল 259 টাকার নতুন প্ল্যান ৷ 30 দিনের বৈধতা-সহ পাওয়া যাবে রোজ ডেটা ও আনলিমিটেড কলের সুবিধা ৷ জিও-ই ভারতে প্রথম যে, ক্যালেন্ডার মাসের বৈধতা-সহ প্রিপেইড প্ল্যান লঞ্চ করল (Jio launches Rs 259 calendar month validity prepaid plan) ৷

নয়াদিল্লি, 28 মার্চ : জিও গ্রাহকদের জন্য সুখবর ৷ ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর রিলায়েন্স জিও 259 টাকার নিয়ে এল নতুন প্ল্যান (Jio launches Rs 259 calendar month validity prepaid plan) ৷ যেখানে গ্রাহকরা নতুন এই প্রিপেড প্ল্যান এক ক্যালেন্ডার মাস ভ্যালিডিটি অনুযায়ী পাবেন । নতুন এই প্ল্যানে রোজ 1.5 জিবি ডেটা (Mobile Deta)-সহ আনলিমিটেড কলের (Unlimited Calling) সুবিধা পাওয়া যাবে । এর সঙ্গে প্রতিদিন 100 এসএমএস ও অন্যান্য সুবিধাও উপলব্ধ, সে মাস 30 দিনের হোক বা 31 দিনের ।

আরও পড়ুন: youth paid Rs 2.6 lakh with Re 1 coins: জমানো এক টাকার কয়েনে স্বপ্নপূরণ, 2.6 লাখের বাইক কিনলেন যুবক

সেই অনুযায়ী, এক বছরে রিচার্জের সংখ্যা হবে মাত্র 12টি । যা আগে ছিল 13টি ৷ প্ল্যানটি প্রতি মাসে একই তারিখে পুনরাবৃত্তি হবে । যদি কোনও গ্রাহক 5 মার্চ রিচার্জ করেন তাহলে পরবর্তী রিচার্জের তারিখ হবে এপ্রিলের পাঁচ তারিখ (Jio prepaid plan)।

অন্যান্য জিও প্রিপেড প্ল্যানের মতো 259 টাকার প্ল্যানও (Rs 259 Recharge plan) একবারে একাধিকবার রিচার্জ করা যাবে ৷ অগ্রিম রিচার্জ করা প্ল্যান একটি সারিতে চলে যাবে এবং বর্তমান রিচার্জের মেয়াদ শেষ হওয়ার তারিখে পরেরটি সক্রিয় হয়ে যাবে ৷

আরও পড়ুন: COVID-19 Caller Tune : মারণ ভাইরাস কাবু, কোভিড কলার-টিউন বন্ধের সিদ্ধান্ত কেন্দ্রের

প্রসঙ্গত, এই বছরের শুরুর দিকে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই টেলিকমগুলিকে 30 দিনের বৈধতার সঙ্গে প্রি-পেইড মোবাইল রিচার্জ প্ল্যান আনতে বলেছিল ৷ এটি তারই পদক্ষেপ হিসাবে নিয়ে এল জিও ৷ যা এক বছরে গ্রাহকের করা রিচার্জের সংখ্যা কমাবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.