ETV Bharat / bharat

JEE Main Session 4: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার চতুর্থ দফার ফলপ্রকাশ, প্রথম স্থানে 18 জন

author img

By

Published : Sep 15, 2021, 8:56 AM IST

Updated : Sep 15, 2021, 9:17 AM IST

জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার চতুর্থদফার ফলপ্রকাশ করল এনটিএ ৷ এর আগে এই পরীক্ষা নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছিল ৷ এই ঘটনায় জড়িত 7 জনকে গ্রেফতার করেছে সিবিআই ৷ এবার 18 জন রয়েছেন প্রথম ব়্যাঙ্কে ৷

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ

নয়া দিল্লি, 15 সেপ্টেম্বর : জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (Joint Entrance Examination) চতুর্থ দফার ফল ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (The National Testing Agency, NTA) ৷ বুধবার একটি বিজ্ঞপ্তিতে এনটিএ জানিয়েছে, "44 জন পরীক্ষার্থী 100 পার্সেন্টাইল (percentile) পেয়েছেন এবং প্রথম স্থানে (Rank 1) রয়েছেন 18 জন ৷" 9 লক্ষ 34 হাজার 602 জন পরীক্ষা দিয়েছিল ৷ এনটিএ তার নিজস্ব ওয়েবসাইটে জেইই-র (JEE) ফল প্রকাশ করেছে ৷ এই পরীক্ষায় দু'টি 'পেপার' (Paper) থাকে ৷

'আন্ডারগ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামস' (Undergraduate Engineering Programmes) যেমন বি.ই, বি.টেক-এ (BE, BTech) ভর্তির জন্য 'পেপার 1' (Paper 1) পরীক্ষা দিতে হয় ৷ এই পরীক্ষায় উত্তীর্ণ হলে কেন্দ্রের অর্থসাহায্যপ্রাপ্ত প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান (Centrally Funded Technical Institutions, CFTIs), বিশ্ববিদ্যালয়ের অর্থসাহায্যপ্রাপ্ত বা অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে সুযোগ পাওয়া যায় ৷ এই শিক্ষপ্রতিষ্ঠানগুলিতে রাজ্য সরকারেরও কিছুটা অংশীদারিত্ব থাকে ৷ পাশাপাশি, এটা 'জেইই অ্যাডভান্সড'-এর (JEE Advanced) প্রবেশিকা পরীক্ষা ৷ এতে পাশ করলে দেশের বিভিন্ন আইআইটি-তে (IITs) ভর্তি হওয়া যায় ৷

আরও পড়ুন : Teacher Transfer Case: বিনা আইনে চুক্তিভিত্তিক শিক্ষকদের কীভাবে বদলি, রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

জানা গিয়েছে, জেইই মেন পরীক্ষায় (JEE Main Examination) জালিয়াতির অভিযোগ ওঠে ৷ এই মামলায় 3 সেপ্টেম্বর সিবিআই (Central Bureau of Investigation, CBI) 7 জনকে গ্রেফতার করে ৷ এ নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল সারা দেশে ৷ এমনকি টুইটারে #scaminjee2021 নামে ট্রেন্ডিং চলছিল ৷

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী (Union Education Minister) ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) 27 জুলাই ঘোষণা করেছেন এ বছর 3 অক্টোবর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (Joint Entrance Examination, Advanced) পরীক্ষা হবে ৷ এই পরীক্ষার মাধ্যমে দেশের সব আইআইটি-তে (IIT) বি.টেক (B.Tech) আর 'আন্ডারগ্র্যাজুয়েট (ইউজি) ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামস'-এ (Undergraduate Engineering Programmes) ভর্তি হওয়া যাবে ৷

Last Updated : Sep 15, 2021, 9:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.