ETV Bharat / bharat

Mamata-Javed-Shabana : জাভেদকে হিন্দিতে ‘খেলা হবে’ গান লেখার অনুরোধ মমতার

author img

By

Published : Jul 29, 2021, 7:10 PM IST

Updated : Jul 29, 2021, 7:41 PM IST

বৃহস্পতিবার তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন জাভেদ আখতার ও শাবানা আজমি ৷ সেই সাক্ষাতের পর কেন্দ্রেও পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন জাভেদ আখতার ৷ আর মমতা তাঁর কাছে হিন্দিতে ‘খেলা হবে’ গান লেখার অনুরোধ জানালেন ৷

javed akhtar and shabana azmi meet mamata banerjee at new delhi
কেন্দ্রেও পরিবর্তন চান জাভেদ, হিন্দিতে ‘খেলা হবে’ গান লেখার অনুরোধ মমতার

নয়াদিল্লি, 29 জুলাই : 2011 সালের বিধানসভা নির্বাচনের আগে কলকাতা জুড়ে ‘পরিবর্তন চাই’ পোস্টার পড়েছিল ৷ যার স্রষ্টা ছিলেন বাংলার বুদ্ধিজীবীরা ৷ বাম জমানার অবসান ঘটিয়ে নতুন কারও হাতে রাজ্যের শাসনভার দেখতে চেয়ে ওই পোস্টার দিয়েছিলেন তাঁরা ৷

যদিও তার আগে থেকেই পশ্চিমবঙ্গের তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশেই ছিলেন বুদ্ধিজীবীরা ৷ তাই তাঁদের ‘পরিবর্তন চাই’-এর আসল উদ্দেশ্য মমতার জন্য সমর্থনের হাওয়াকে জোরদার করা, তা বুঝতে অসুবিধা ছিল না কারও ৷

আরও পড়ুন : Mamata-Sharad : মুলায়মের মতোই কি শরদ পাওয়ারও সরে গেলেন মমতার পাশ থেকে ?

এবার কি জাতীয়স্তরেও বুদ্ধিজীবীরা কেন্দ্রের সরকার পরিবর্তনের লক্ষ্যে মমতার পাশে দাঁড়াবেন ? বৃহস্পতিবার নয়াদিল্লিতে এই প্রশ্নেরই মুখোমুখি হলেন জাভেদ আখতার (Javed Akhtar) ৷ প্রখ্যাত এই চিত্রনাট্যকার-গীতিকার অবশ্য সকলের দায়িত্ব নিলেন না ৷ শুধু ব্যক্ত করলেন নিজের মতামত ৷

তিনি বললেন, ‘‘পরিবর্তন অবশ্য চাই ৷ এটা আমার অনুভূতি ৷ দেশে পরিস্থিতি ভাল নয় ৷ মেরুকরণ হচ্ছে ৷ দিল্লিতে হিংসা হয়েছে ৷ এটা হওয়া উচিত নয় ৷’’ একই সঙ্গে তিনি জানালেন, যে কোনও আন্দোলনে বাংলার ভূমিকা সবসময় শক্তিশালী ছিল ৷ ওখান থেকে জনগণমন এসেছিল, ওখান থেকে বন্দেমাতরম এসেছে ৷ সেই কারণেই মমতার পাশে ছিলেন বুদ্ধিজীবীরা ৷

আরও পড়ুন : Mamata-Rahul : একদিকে মমতা, অন্যদিকে রাহুল ; এভাবে মোদিকে হারানো সম্ভব ?

একুশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে কার্যত দুরমুশ করে বাংলার ক্ষমতায় ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার পর থেকে জাতীয় রাজনীতিতে তাঁর গ্রহণযোগ্যতা আরও বেড়েছে ৷ তাই 2024-এর লোকসভা নির্বাচনে তাঁকেই কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে মুখ করা উচিত ?

জাভেদ অবশ্য এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি ৷ হেঁয়ালি বজায় রেখে জানিয়েছেন, ভারতের গণতন্ত্রে প্রধানমন্ত্রী বেছে নেওয়ার পদ্ধতি রয়েছে ৷ তবে একই সঙ্গে তিনি এটাও স্পষ্ট করেছেন যে, দেশকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে মমতা চিন্তিত নন ৷ তিনি পরিবর্তনের পক্ষে ৷ কে প্রধানমন্ত্রী হবেন, তা অতটা গুরুত্বপূর্ণ নয় ৷ দেশের পরিস্থিতি বদল করার দরকার ৷

আরও পড়ুন : Mamata-Kejriwal Meet : অভিষেকের বাংলোয় মমতা-কেজরিওয়াল বৈঠক

এদিন মমতার সঙ্গে জাভেদ আখতারের এই সৌজন্য সাক্ষাতের সঙ্গী ছিলেন তাঁর স্ত্রী তথা অভিনেত্রী শাবানা আজমিও (Shabana Azmi)৷ বৈঠকের পর মমতার সঙ্গেই তাঁরা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ৷ শাবানা কিছু বলতে রাজি হননি ৷

তবে তৃণমূল কংগ্রেসের খেলা হবে স্লোগান নিয়ে প্রশ্ন করা হয় জাভেদ আখতারকে ৷ এই স্লোগান জাতীয়স্তরে ব্যবহার করা উচিত কি না, তাও জানতে চাওয়া হয় তাঁর কাছে ৷ তখনই মমতা সকলের সামনেই জাভেদ আখতারকে খেলা হবে হিন্দিতে লেখার অনুরোধ জানান ৷ জাভেদ সেই অনুরোধ স্বীকারও করে নেন ৷ এবার দেখার কবে তাঁর লেখনিতে হিন্দিতে ফুটে ওঠে ‘খেলা হবে’ !

Last Updated : Jul 29, 2021, 7:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.