ETV Bharat / bharat

J&K helicopter crash : 72 ঘণ্টা পরেও খোঁজ নেই দুই পাইলটের

author img

By

Published : Aug 6, 2021, 4:47 PM IST

মঙ্গলবার দুর্ঘটনাস্থল থেকে একটি হেলমেট, দুটি বড় ব্যাগ, একটি জুতো, পরিচয় পত্র এবং হেলিকপ্টারের কিছু অংশ পাওয়া গিয়েছিল । 254 নম্বর আর্মি অ্যাভিয়েশন স্কোয়াড্রনের হেলিকপ্টারটি 3 অগস্ট সকাল 10 টা 20 মিনিটে মামুন ক্যান্টনমেন্ট থেকে উড়েছিল ।

Helicopter crash
প্রতীকী ছবি

কাঠুয়া, 6 অগস্ট : জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় ভেঙে পড়া ভারতীয় সেনার হেলিকপ্টারের দুই পাইলটকে উদ্ধারের চেষ্টা এখনও চলছে । কাঠুয়ার রঞ্জিত সাগর বাঁধে 3 অগস্ট হেলিকপ্টারটি ভেঙে পড়ে । হেলিকপ্টারটিতে দু'জন পাইলট ছিলেন, কিন্তু তাঁদের কোনও খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি ।

নৌসেনার অভিজ্ঞ ডুবুরি দল, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং পঞ্জাব পুলিশ একসঙ্গে অভিযান চালাচ্ছে নিখোঁজ দুই পাইলটের সন্ধানে । দুর্ঘটনার প্রতক্ষদর্শীরা জানিয়েছেন হেলিকপ্টারটি রঞ্জিত সাগর বাঁধের উপর দিয়ে উড়ে যাচ্ছিল । হঠাৎই সেটি নিচের দিকে নেমে আসে এবং জলের মধ্যে ভেঙে পড়ে ।

মঙ্গলবার দুর্ঘটনাস্থল থেকে একটি হেলমেট, দুটি বড় ব্যাগ, একটি জুতো, পরিচয় পত্র এবং হেলিকপ্টারের কিছু অংশ পাওয়া গিয়েছিল । 254 নম্বর আর্মি অ্যাভিয়েশন স্কোয়াড্রনের হেলিকপ্টারটি 3 অগস্ট সকাল 10 টা 20 মিনিটে মামুন ক্যান্টনমেন্ট থেকে উড়েছিল ।

এই হেলিকপ্টারটি দিয়ে মূলত রঞ্জিত সাগর বাঁধ এলাকায় আকাশ পথে নজরদারি চালাত ভারতীয় সেনা । যে জায়গাটিতে দুর্ঘটনা ঘটেছে, সেটি পঞ্জাবের পাঠানকোট থেকে মাত্র 30 কিলোমিটার দূরে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.