ETV Bharat / bharat

Jairam Ramesh on New Parliament: 'নয়া সংসদ ভবনের নাম হোক মোদি ম্যারিয়ট', প্রধানমন্ত্রীকে খোঁচা জয়রামের

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 10:47 AM IST

Updated : Sep 23, 2023, 11:24 AM IST

ETV Bharat
নতুন সংসদ ভবন নিয়ে কড়া সমালোচনা করলেন জয়রাম রমেশ

সংসদের বিশেষ অধিবেশন শেষ হয়েছে শুক্রবার ৷ 19 সেপ্টেম্বর থেকে নতুন সংসদ ভবনে অধিবেশন হয়েছে ৷ সেখানকার অভিজ্ঞতার কথা তুলে ধরলেন প্রবীণ কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ ৷ প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি ৷

নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর: নতুন সংসদ ভবনের নাম হওয়া উচিত মোদি মাল্টিপ্লেক্স বা মোদি ম্যারিয়ট ৷ কংগ্রেসের রাজ্যসভা সাংসদ জয়রাম রমেশ সামাজিক মাধ্যম এক্সে (টুইটারে) নয়া সংসদ ভবনের সঙ্গে পুরনো সংসদ ভবনের তুলনা টেনেছেন ৷ পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও কটাক্ষ করেছেন ৷ আর এরই সঙ্গে 2024 সালে কেন্দ্রীয় সরকারে পরিবর্তন আসবে বলেও আত্মবিশ্বাসী জয়রাম রমেশ ৷

18 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংসদের বিশেষ অধিবেশন শেষ হয়েছে গতকাল ৷ 19 সেপ্টেম্বর নতুন ভবনে অধিবেশনের সূচনা হয় ৷ শনিবার সকালে কংগ্রেসের মিডিয়া ইন-চার্জ জয়রাম রমেশ লেখেন, "বিশাল বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে নতুন সংসদ ভবনের সূচনা হয়েছে ৷ আসলে এতে প্রধানমন্ত্রীর লক্ষ্যগুলো খুব ভালোভাবে পূরণ হয়েছে ৷ একে 'মোদি মাল্টিপ্লেক্স' বা 'মোদি ম্যারিয়ট' নামে ডাকা উচিত ৷ চারদিন ধরে অধিবেশন চলেছে ৷ আমি যা দেখলাম, তাতে সংসদের দুই কক্ষে এবং লবিগুলিতে আলোচনা এবং কথোপথন- দু'য়েরই সলিল সমাধি হয়েছে ৷"

  • The new Parliament building launched with so much hype actually realises the PM's objectives very well. It should be called the Modi Multiplex or Modi Marriot. After four days, what I saw was the death of confabulations and conversations—both inside the two Houses and in the…

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) September 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একই সঙ্গে কংগ্রেস সাংসদ নতুন সংসদ ভবনের স্থাপত্যের সমালোচনা করে লেখেন, "প্রধানমন্ত্রী নতুন সংবিধান রচনা করেননি ৷ তবে স্থাপত্যের মধ্যে দিয়ে গণতন্ত্রের হত্যা করতে সফল হয়েছেন ৷ হলগুলির আয়তন আরামদায়ক নয় ৷ এখানে একে অপরকে দেখতে গেলে বায়নোকুলার লাগবে ৷" পুরনো সংসদ ভবনের কথা উল্লেখ করে রমেশ আরও লেখেন, "পুরনো সংসদ ভবনে শুধু যে একটা বিশেষ আবহ ছিল তাই নয়, আলাপচারিতা করতে সুবিধে হত ৷ দু'টি কক্ষের মধ্যে হাঁটাচলা, সেন্ট্রাল হল এবং করিডোরের মধ্যে সহজেই যাতায়াত করা যেত ৷ একটি অধিবেশনকে সফলভাবে চালাতে গেলে দু'টি কক্ষের মধ্যে যে সমন্বয় দরকার, সেই দিক দিয়ে নতুন সংসদ ভবন অনেকটাই পিছিয়ে ৷"

পুরনো সংসদ ভবনটি গোলাকার ৷ সেখানে কেউ পথ হারিয়ে ফেললেও ফিরে আসতে পারবে ৷ আর নতুন ভবনে রাস্তা হারালে একেবারে ধাঁধা লেগে যাবে বলে দাবি রমেশের ৷ তাঁর আরও দাবি, পুরনো সংসদ ভবনে খোলামেলা পরিবেশ ছিল ৷ আর নতুন ভবন যেন দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় ৷ সংসদে ঘুরে বেড়ানোর আনন্দটাই হারিয়ে গিয়েছে বলে আক্ষেপ করেন এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ৷ নতুন এই সংসদ ভবনটি তাঁর কাছে বেদনাদায়ক ৷ এই বিষয়ে তাঁর সঙ্গে আরও অনেক নেতারাই একমত হবেন বলে আশা করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ৷

শুধু বিভিন্ন দলের নেতারা নন, সচিবালয়ের কর্মীরাও তাঁকে জানিয়েছেন, নতুন সংসদ ভবনে কাজ করতে অসুবিধে হচ্ছে ৷ সুদীর্ঘ পোস্টের শেষে জয়রাম রমেশের লেখায় ক্ষোভ এবং আশা দুই-ই উঠে এসেছে । তিনি লেখেন, "এই ভবন যাঁরা দেখবেন, তাঁদের সঙ্গে কোনও আলোচনা না করলে এরকমটাই হয় ৷ 2024 সালে সরকারে পরিবর্তন হলে হয়তো নতুন সংসদ ভবনের সদ্ব্যবহার হতে পারে ৷"

আরও পড়ুন: বিধুরীর বিরুদ্ধে পদক্ষেপ হোক, না হলে সংসদ ত্যাগের হুঁশিয়ারি 'ইন্ডিয়া'র

Last Updated :Sep 23, 2023, 11:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.