ETV Bharat / bharat

Jharkhand Jail Incident জেলবন্দি বাবা, মৃত সন্তান কোলে সাত ঘণ্টা জেলের বাইরে অপেক্ষা মায়ের

author img

By

Published : Aug 16, 2022, 9:51 PM IST

Updated : Aug 16, 2022, 10:56 PM IST

বিব্রত করার মতো ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডে ৷ এখানে মৃত সন্তান কোলে সংশোধনাগারের বাইরে অপেক্ষা করলেও এক মহিলাকে তাঁর স্বামীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ (jail manual hindered last glimpse of dead son in Chatra in Jharkhand) ৷

Etv Bharat
Etv Bharat

রাঁচি, 16 অগস্ট: মৃত্যু হয়েছে সদ্যোজাতের ৷ সেই মৃতদেহ কোলে করে নিয়ে জেলের বাইরে অপেক্ষা করছেন অসহায় মা ৷ ইচ্ছে, সন্তানের মুখ শেষবারের মতো দেখাবেন জেলবন্দি স্বামীকে ৷ সেই আর্জি নিয়ে বারবার তিনি আকুতি করে চলেছেন সংশোধনাগার কর্তৃপক্ষকে ৷ কিন্তু মৃত সন্তানের মুখ জেলবন্দি বাবাকে দেখতে দেওয়ার সেই করুণ আর্জিতেও হৃদয় গলেনি সংশোধনাগার কর্তৃপক্ষের ৷ তাঁরা ব্যস্ত নিয়ম পালনে ৷ আর সেই নিয়মের বাধাতেই যেন আটকে গেল মানবিকতা ৷ দীর্ঘ সাত ঘণ্টা অপেক্ষা করেও স্বামীর দেখা না-পেয়ে, মৃত সন্তান কোলেই ফিরে যেত হল মহিলাকে (jail manual hindered last glimpse of dead son in Chatra in Jharkhand) ৷

বিব্রত করার মতো এই ঘটনাটি ঘটে ঘটেছে ঝাড়খণ্ডে ৷ বরিষ্ঠনগর থানা এলাকার অন্তর্গত বন্দরচুন্বা গ্রাম ৷ এই গ্রামের বাসিন্দা 27 বছর বয়সি চুমন মাহাতোর সঙ্গে বিয়ে হয়েছিল ফুল দেবীর ৷ শুক্রবার রাতে ওই মহিলা এক সন্তানের জন্ম দেন ৷ বাপেরবাড়ি প্রতাপপুরের ঘৌরদৌড়ার এক প্রাইভেট ক্লিনিকে সন্তানের জন্ম দেন ওই মহিলা ৷ জানা গিয়েছে, জন্মের সময় ওই মহিলা ও তাঁর সন্তান সুস্থও ছিল ৷ কিন্তু শনিবার রাতে হঠাৎই ওই নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে ৷ সেদিন রাতেই মৃত্যু হয় ওই নবজাতকের ৷

আরও পড়ুন: অনন্তনাগে নদীতে বাস উলটে মৃত 8 জওয়ান

ওই মহিলার স্বামী চুমন মাহাতো গত সাত মাস ধরে এনডিপিএস অ্যাক্টে জেলবন্দি রয়েছেন ৷ জানা গিয়েছে, মৃত্যুর পর মৃত সন্তান কোলে রবিবার ওই সংশোধনাগারে যান ওই মহিলা ৷ ভেবেছিলেন শেষবারের মতো সন্তানের মুখ দেখিয়ে নিয়ে যাবেন বাবাকে ৷ কিন্তু ওইদিন সকাল আটটা থেকে টানা প্রায় আট ঘণ্টা জেলের বাইরে দাঁড়িয়ে থাকলেও ওই মহিলাকে তাঁর স্বামীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি ৷ ফলে বাধ্য হয়েই ফিরে যান মহিলা (last glimpse of dead son case) ৷

এ প্রসঙ্গে, জেল কর্তৃপক্ষের দাবি, তারা নিয়ম মেনে কাজ করেছেন ৷ এইভাবে দেখা করার অনুমতি দেওয়া যায় না ৷

Last Updated : Aug 16, 2022, 10:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.