ETV Bharat / bharat

Nadda Visits Himachal: ধসে মৃত বেড়ে 17, হিমাচল পরিদর্শনে গিয়ে সবরকম সাহায্যের আশ্বাস নাড্ডার

author img

By

Published : Aug 20, 2023, 4:27 PM IST

Nadda Visits Himachal
হিমাচলে নাড্ডা

Himachal Pradesh Landslide: সিমলায় ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে হল 17 ৷ রবিবার হিমাচল পরিদর্শনে গিয়ে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷

সিমলা, 20 অগস্ট: হিমাচলপ্রদেশে 14 অগস্ট বৃষ্টি-বিধ্বস্ত সিমলা জেলার গ্রীষ্মকালীন পাহাড়ী এলাকায় মর্মান্তিক ভূমিধস হয় ৷ সেই ঘটনার পর নিরাপত্তা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী টানা সপ্তম দিনের জন্য তাদের অনুসন্ধান অভিযান অব্যাহত রেখেছে । সোমবারের মন্দির ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 17 ৷ উদ্ধারকারী দল রবিবার আরও একটি মৃতদেহ উদ্ধার করেছে ।

এ দিকে, হিমাচলপ্রদেশের এই সংকট নিয়ে কেন্দ্র উদ্বিগ্ন বলে জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ রবিবার হিমাচল সফরে গিয়ে তিনি বলেন, বাস্তুচ্যুত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য সমস্ত প্রচেষ্টা করা হবে ৷ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর, প্রাক্তন মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর এবং রাজ্য বিজেপি সভাপতি রাজীব বিন্দলের সঙ্গে নাড্ডা পরিস্থিতির পর্যালোচনা করতে সে রাজ্যে সফরে রয়েছেন ।

এনডিআরএফ-এর পরিদর্শক রূপ শরণ বলেন, "সামার হিল এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযানের আজ সপ্তম দিন । এ পর্যন্ত আমরা 17টি মৃতদেহ উদ্ধার করেছি এবং আমরা অন্য তিনজন নিহতের সন্ধান করছি । এসডিআরএফ এবং ভারতীয় সেনাবাহিনীর দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে । আমরা আমাদের সর্বোত্তম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং অন্য ক্ষতিগ্রস্তদের উদ্ধারের আশা করছি ৷"

সিমলা পৌরনিগমের সামার হিল ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর বীরেন্দর ঠাকুর বলেন যে, ঘটনাস্থলে মোতায়েন উদ্ধারকারী দল অনুসন্ধান অভিযান চালাচ্ছে ।

তাঁর কথায়, "ঘটনাস্থলে দলগুলির জন্য অনুসন্ধান অভিযান কঠিন হচ্ছে, উদ্ধার প্রচেষ্টার জন্য এখানে আনা মেশিনগুলি সাইটে পৌঁছতে অক্ষম, তাই সমস্ত উদ্ধারকাজ উদ্ধারকারী দলগুলি ম্যানুয়ালি পরিচালনা করছে ৷"

গত 14 অগস্ট ভূমিধসের কারণে সামার হিল এলাকার প্রাচীন শিববাড়ি মন্দিরটি ধসে পড়ে । বেশ কিছু লোকের প্রাণ যায় এই ঘটনায় ৷ আবার অনেকে ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন ৷ ঘটনার পর 20-21 জন নিখোঁজ রয়েছেন বলে জানা যায় ।

আরও পড়ুন: ভূমিধসে বিপর্যস্ত সিমলা, শিব মন্দির দুর্ঘটনায় কমপক্ষে 13 জনের দেহ উদ্ধার

অনুসন্ধান অভিযানে নিযুক্ত আধিকারিকরা শনিবার বলেন যে, জেলা পুলিশ, সেনাবাহিনী, এসডিআরএফ, এনডিআরএফ এবং দমকল বিভাগের যৌথ দলটি টানা ষষ্ঠ দিনের জন্য তাদের অনুসন্ধান অভিযান চালিয়ে যাওয়ায় ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত 17 টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে ।

সিমলার পুলিশ সুপার সঞ্জীব কুমার গান্ধি বলেন, "আমরা কিছু এলাকা চিহ্নিত করেছি, যেগুলি ভূমিধস এবং গাছ ধসের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এবং এই এলাকাগুলি থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে ।"

ব্যাপক ভূমিধস এবং পরবর্তী দুর্ঘটনার পরে স্থানীয়রা এবং পর্যটকরা উদ্বিগ্ন যে, এই বিপর্যয়টি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডি (IIAS) এর আইকনিক ভবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে । সিমলার এসডিএম ভানু গুপ্তা বলেন, "ভূমিধসের ফলে শিববাড়ি মন্দির ধ্বংস হয়ে গিয়েছে । ক্যাম্পাসের পিছনের দিকে ভূমিধসের ঘটনা ঘটেছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.