ETV Bharat / bharat

কোরোনার ভ্যাকসিন বিজেপির তৈরি, আমরা নেব না : অখিলেশ

author img

By

Published : Jan 2, 2021, 7:35 PM IST

অখিলেশের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেন, "এই মন্তব্য আসলে চিকিৎসক ও বিজ্ঞানীদের অপমান করা।" তাঁর কটাক্ষ, অখিলেশ ভ্যাকসিনকে বিশ্বাস করতে পারছেন না। উত্তরপ্রদেশের মানুষ অখিলেশকে বিশ্বাস করতে পারছেন না। এই মন্তব্যের জন্য অখিলেশের ক্ষমা চাওয়া উচিত বলেও দাবি উঠেছে।

It's BJP's vaccine, not taking the shot: Akhilesh Yadav
কোরোনার ভ্যাকসিন বিজেপির তৈরি, আমরা নেব না : অখিলেশ যাদব

লখনউ, 2 জানুয়ারি : কোরোনার ভ্যাকসিন নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। শনিবার তিনি দাবি, এটা বিজেপির ভ্যাকসিন। তাই তিনি এই ভ্যাকসিন নেবেন না। তিনি বলেন, "আমি কীভাবে ভ্যাকসিনকে বিশ্বাস করব। এটা তো বিজেপির তৈরি করা। আমরা বিজেপির ভ্যাকসিন নেব না।" একই সঙ্গে তিনি জানান, 2022 সালে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ক্ষমতায় আসবে। তার পর সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

অখিলেশের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য বলেন, "এই মন্তব্য আসলে চিকিৎসক ও বিজ্ঞানীদের অপমান করা।" তাঁর কটাক্ষ, অখিলেশ ভ্যাকসিনকে বিশ্বাস করতে পারছেন না। আর উত্তরপ্রদেশের মানুষ অখিলেশকে বিশ্বাস করতে পারছেন না। তিনি এই মন্তব্যের জন্য অখিলেশের ক্ষমা চাওয়া উচিত বলেও দাবি করেছেন।

আরও পড়ুন: বছরের প্রথম দিনে দৈনিক সংক্রমণ কুড়ি হাজারের নিচে

যদিও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবারই জানান মকর সংক্রান্তির কাছাকাছি সময়ে উত্তরপ্রদেশে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। তার আগে আগামী 5 জানুয়ারি ভ্যাকসিনের ড্রাই রানও করানো হবে রাজ্যজুড়ে। শনিবারও রাজ্যের কয়েকটি জায়গায় ড্রাই রান হয়েছে বলে তিনি জানিয়েছেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.