ETV Bharat / bharat

SC Data on NJDG: ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিডে মিলবে সুপ্রিম মামলার তথ্য, ঘোষণা প্রধান বিচারপতির

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2023, 11:08 PM IST

শীর্ষ আদালতের ডেটা ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিডে রিয়েল-টাইম ভিত্তিতে আপলোড করা হবে ৷ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

Etv Bharat
Etv Bharat

নয়াদিল্লি, 14 সেপ্টেম্বর: এবার থেকে ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিডে (এনজেডিজি) থাকবে সুপ্রিম কোর্টের তথ্যও ৷ যা দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন এবং নিষ্পত্তি করা মামলাগুলি ট্র্যাক করে । বৃহস্পতিবার ঘোষণা করেছেন দেশের প্রধান বিচারপতি ওয়াই চন্দ্রচূড় ৷ এদিন আদালতের শুনানির শুরুতে প্রধান বিচারপতি বলেন, ‘‘এটি একটি ঐতিহাসিক দিন ৷ কারণ শীর্ষ আদালতের ডেটা ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিডে রিয়েল-টাইম ভিত্তিতে আপলোড করা হবে । এটি একটি অনন্য এবং তথ্যপূর্ণ প্ল্যাটফর্ম যা এনআইসি এবং সুপ্রিম কোর্টের ইন-হাউস টিম দ্বারা তৈরি করা হয়েছে ।’’

তিনি বলেন যে একটি বাটনে ক্লিক করলেই বিভিন্ন মামলার মুলতুবি এবং নিষ্পত্তি, বছরভিত্তিক, নিবন্ধিত এবং অনিবন্ধিত মামলার মোট মুলতুবি থাকা এবং সিদ্ধান্ত নেওয়া মামলার রিয়েল-টাইম তথ্য দেখা যাবে । তিনি জানান, এনজেডিজিতে ডেটা আপলোড ডোমেন স্বচ্ছতা নিশ্চিত করবে । প্রধান বিচারপতি বলেন, ‘‘বর্তমানে 583টি মামলা তিন বিচারপতির বেঞ্চে বিচারাধীন রয়েছে ৷ তিনি শীঘ্রই সেগুলো শুনানির জন্য বেঞ্চ গঠন করবেন । তথ্য অনুযায়ী, পাঁচ বিচারপতির বেঞ্চে 288টি এবং সাত বিচারপতির বেঞ্চে 21টি মামলা এবং নয় বিচারপতির বেঞ্চে 135টি মামলা বিচারাধীন ।

চলতি বছরের তথ্য অনুযায়ী, সর্বোচ্চ আদালতে 37,777টি মামলা দায়ের করা হয়েছে ৷ 36,164টি মামলার নিষ্পত্তি করা হয়েছে । তথ্যে দেখা গিয়েছে, গত মাসে সর্বোচ্চ আদালতে 5,412টি মামলা করা হয়েছিল এবং 5,033টি মামলা নিষ্পত্তি করা হয়েছিল ৷ নিবন্ধিত মামলার মোট মুলতুবি 64,854টি এবং অনিবন্ধিত মামলাগুলির মোট মুলতুবি 15,490টি ।

একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘সুপ্রিম কোর্ট ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিড (NJDG) পোর্টালে অনবোর্ডিং করার সঙ্গে সঙ্গেই ই-কোর্টস প্রকল্পের ফ্ল্যাগশিপ প্রকল্পটি বৃত্ত সম্পূর্ণ করেছে । এখন আমাদের এনজেডিজি পোর্টালে ভারতীয় বিচার বিভাগের তিনটি স্তর রয়েছে ।’’

  • Laudatory step by the Supreme Court and CJI DY Chandrachud Ji. Such harnessing of technology will further transparency and enhance the justice delivery system in our country. https://t.co/oAGZ03eOHY

    — Narendra Modi (@narendramodi) September 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিড কী ?

ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিড হল দেশের বিভিন্ন আদালতের দ্বারা প্রতিষ্ঠিত, বিচারাধীন এবং নিষ্পত্তি করা মামলা সম্পর্কিত তথ্যের একটি জাতীয় ভাণ্ডার । এখন একটি বাটনে ক্লিক করলে, কেউ মামলা-সম্পর্কিত তথ্য, পরিসংখ্যান যেমন প্রতিষ্ঠান, মামলার পেন্ডেন্সি এবং নিষ্পত্তি, মামলার ধরন এবং ভারতের সুপ্রিম কোর্টের বছরভিত্তিক বিভাজন অ্যাক্সেস করতে পারেন ।

এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “সুপ্রিম কোর্ট এবং প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের প্রশংসনীয় পদক্ষেপ । প্রযুক্তির এই ধরনের ব্যবহার আমাদের দেশে ন্যায়বিচার সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছতা এবং উন্নত করবে ।’’

আরও পড়ুন: 30 বছর আগে ডাইনি অপবাদে হত্যা, সাজা মকুবের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.