ETV Bharat / bharat

ইসরোর মুকুটে আরও এক পালক, আট বছরে 600টিরও বেশি গামা-রশ্মি বিস্ফোরণ শনাক্ত করল অ্যাস্ট্রোস্যাট

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 5:29 PM IST

ISRO's AstroSat: ইসরোর মুকুটে জুড়ল আরও একটি পালক ৷ আট বছরে 600টিরও বেশি গামা-রশ্মি বিস্ফোরণ শনাক্ত করেছে অ্যাস্ট্রোস্যাট স্পেস টেলিস্কোপ ৷

ISRO's AstroSat
অ্যাস্ট্রোস্যাট

নয়াদিল্লি, 28 নভেম্বর: আবারও এক বিরল কৃতিত্ব অর্জন করল ইসরো ৷ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার অ্যাস্ট্রোস্যাট স্পেস টেলিস্কোপ গত আট বছরে 600টিরও বেশি গামা-রে বার্স্ট (জিআরবি) অর্থাৎ গামা রশ্মির বিস্ফোরণ শনাক্ত করেছে ৷ এই জিআরবি-র প্রতিটি একটি বিশাল নক্ষত্রের মৃত্যু বা নিউট্রন নক্ষত্রসমূহের একত্রীকরণকে চিহ্নিত করে ৷

সিজেডটিআই-এর প্রধান তদন্তকারী দীপঙ্কর ভট্টাচার্য বলেন, "600তম জিআরবি শনাক্তকরণটি ক্যাডমিয়াম জিংক টেলুরাইড ইমেজার (সিজেডটিআই)-এর উৎক্ষেপণের আট বছর পরে নিরবচ্ছিন্ন কর্মক্ষমতার একটি দুর্দান্ত প্রদর্শনী ।"

মিনি বিগ-ব্যাং-এর মতোই, জিআরবি হল মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ, যা সূর্য তার সমগ্র জীবনকালে যতটা শক্তি নির্গত করবে তার থেকে বেশি শক্তি নির্গত করে এক সেকেন্ডে ৷ আইআইটি বম্বের পিএইচ.ডি ছাত্র গৌরব ওয়ারাটকার সংবাদসংস্থা পিটিআইকে এ কথা জানিয়েছেন ৷ অ্যাস্ট্রোস্যাটের সঙ্গে সিআরবি গবেষণায় নেতৃত্ব দিয়েছেন তিনি ৷ জিআরবি এক সেকেন্ডের ভগ্নাংশ থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হয়, এবং একটি ব্ল্যাক হোলের জন্মের সঙ্গে থাকে ।

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) 2015 সালে অ্যাস্ট্রোস্যাটের উৎক্ষেপণ করে, যা পাঁচ বছর কাজ করবে এমন ভাবে ডিজাইন করা হয়েছিল ৷ কিন্তু জ্যোতির্বিজ্ঞানীদের পর্যবেক্ষণের জন্য এটি এখনও ভালো অবস্থাতেই কাজ করছে ৷ স্যাটেলাইটটি ভারতের প্রথম ডেডিকেটেড মাল্টি-ওয়েভলেংথ স্পেস অবজারভেটরি, যা অতিবেগুনী থেকে এক্স-রে পর্যন্ত বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য জুড়ে মহাকাশীয় বস্তুগুলিকে একইসঙ্গে পর্যবেক্ষণের জন্য পেলোডের স্যুট দিয়ে সজ্জিত ।

আইআইটি বম্বের অ্যাসোসিয়েট প্রফেসর বরুণ ভালেরাও বলেন, "অ্যাস্ট্রোস্যাট যা অর্জন করেছে তার জন্য আমরা গর্বিত । এই সাফল্যের উপর ভিত্তি করে, একাধিক ইনস্টিটিউট একত্রিত হয়েছে এবং একটি পরবর্তী প্রজন্মের জিআরবি স্পেস টেলিস্কোপ 'দক্ষ' যা বিশ্বব্যাপী যে কোনও উপগ্রহের চেয়ে অনেক ভালো হবে, তা তৈরির প্রস্তাব করেছে । দক্ষ যথেষ্ট সংবেদনশীল হবে ৷ সিজেডটিআই আট বছরে যা করেছে তা এক বছরের কিছু বেশি সময়ের মধ্যেই শনাক্ত করতে সক্ষম হবে দক্ষ ৷"

অ্যাস্ট্রোস্যাটের সিজেডটিআই ডিটেক্টর দ্বারা 600তম জিআরবি শনাক্তকরণ করা হয়েছিল 22 নভেম্বর ৷ যা সারা বিশ্বের জ্যোতির্বিজ্ঞানীদের অবহিত করা হয়েছিল, যাঁরা এই ধরনের একটি ঘটনার উপর তাঁদের গবেষণায় এটি ব্যবহার করতে পারেন এবং এই উচ্চ-শক্তির ঘটনার সঙ্গে সম্পর্কিত চরম অবস্থার অন্বেষণ করার জন্য জ্যোতির্বিজ্ঞানীদের অমূল্য তথ্য সরবরাহ করতে পারে ।

ওয়ারাটকর বলেন, "100 কোটি বছর আগে ঘটে যাওয়া এই বিস্ফোরণগুলি দেখার প্রথম সুযোগ পাওয়াটা সত্যিই আশ্চর্যের ৷" তিনি বলেছেন, 600তম জিআরবি থেকে সিজেডটিআই এ রকম আরও তিনটি ঘটনা শনাক্ত করেছে, যার সর্বশেষটি শনাক্ত হয়েছে সোমবার । এই জিআরবি শনাক্তকরণ অ্যাস্ট্রোস্যাটের বিভিন্ন যন্ত্র থেকে বিজ্ঞানের ফলাফল 400টিরও বেশি পিয়ার-রিভিউ করা গবেষণা নিবন্ধে প্রকাশিত হয়েছে । (সংবাদসংস্থা পিটিআই)

আরও পড়ুন:

  1. সূর্যালোক ফিরছে, ঘুম ভাঙবে বিক্রম-প্রজ্ঞানের ?
  2. জানুয়ারির প্রথম সপ্তাহেই ল্যাগ্রাঞ্জিয়ান-1 পয়েন্টে প্রবেশ করবে সৌরযান আদিত্য, দাবি ইসরো প্রধানের
  3. চন্দ্রযান-3 মিশনের গবেষণাপত্র প্রকাশ ইসরোর, ডাউনলোড খরচে চটলেন নেটিজেনরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.