ETV Bharat / bharat

Bandi Sanjay Arrest: মোদির সফরের আগে বান্ডি সঞ্জয়ের গ্রেফতারিতে কি তেলঙ্গানায় বিজেপির লাভ

author img

By

Published : Apr 7, 2023, 12:48 PM IST

তেলঙ্গানায় বিজেপির সভাপতি বান্ডি সঞ্জয়ের গ্রেফতারি নিয়ে হইচই পড়ে গিয়েছে ৷ কেসিআর ও বিআরএসের বিরুদ্ধে তেড়েফুঁড়ে নেমেছে গেরুয়া শিবির ৷ এই পরিস্থিতিতে শনিবার তেলঙ্গানায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মোদির সফরের আগে বান্ডি সঞ্জয়ের গ্রেফতারিতে কি তেলঙ্গানায় বিজেপির লাভ হল ?

Bandi Sanjay Arrest
Bandi Sanjay Arrest

ওয়ারাঙ্গল (তেলঙ্গানা), 7 এপ্রিল: বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই ৷ সময় যত এগোচ্ছে, ততই রাজনীতির ময়দানে কোমর কষছে বিজেপি ৷ তেলঙ্গানায় সরকার গঠনের অধরা স্বপ্নকে বাস্তবায়িত করতে চায় তারা ৷ ঠিক এই পরিস্থিতিতে আচমকাই ওই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিআরএস নেতা কে চন্দ্রশেখর রাও-এর বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজে অবতীর্ণ হয়েছেন বান্ডি সঞ্জয় ৷ তেলঙ্গানার বিজেপি সভাপতিকে এতদিন লো-প্রোফাইল রাজনীতিক বলেই সকলে চিনতেন ৷ কিন্তু আচমকা তাঁর রূপ পরিবর্তন বদলে দিয়েছে ওই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ৷ যা নতুন আশার আলো দেখিয়েছে গেরুয়া শিবিরকে ৷ তাদের আশা সঞ্জয়ের রণংদেহি মেজাজে ভর করেই এবার তেলঙ্গানা দখলের স্বপ্ন সফল হবে বিজেপির ৷

এবারও হবে তো ! প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে ৷ কারণ, তেলঙ্গানায় বিজেপির সংগঠন বিস্তার ও নির্বাচনী ময়দানে মানুষের মন জয়ের প্রভূত সম্ভাবনা থাকলেও, তা এখনও সম্ভব হয়নি ৷ অথচ এখানে বিজেপির রাজনৈতিক পথে বিশ্বাসী মানুষের সংখ্যা নেহাত কম নয় ৷ আগামী সাত মাসের মধ্যে সেই মানুষগুলির মন জয়ই এখন গেরুয়া শিবিরের সবচেয়ে বড় পরীক্ষা ৷

Bandi Sanjay Arrest
বান্ডি সঞ্জয়

এই পরিস্থিতিতে আগামিকাল, শনিবার তেলঙ্গানায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 11 হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা করবেন তিনি ৷ সেকেন্দ্রাবাদ ও তিরুপতির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন ৷ এটি ওই রাজ্য়ের দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস হতে চলেছে ৷ কেন্দ্রীয় প্রকল্প ও তাঁর সরকারের কাজের কথা বলে স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী মোদি বিজেপির হয়ে তেলঙ্গানাবাসীর সমর্থন পাওয়ার চেষ্টা করবেন ৷ কিন্তু মোদির সফরের ঠিক আগে বান্ডি সঞ্জয়ের গ্রেফতারি ওই রাজ্যের রাজনীতিতে নতুন মোড় তৈরি করেছে বলেই মত রাজনৈতিক মহলের ৷

প্রসঙ্গত, গত মঙ্গলবার মধ্যরাতে তেলঙ্গানার করিমনগর থেকে প্রচুর পুলিশ নিয়ে গিয়ে আটক করা হয় বান্ডি সঞ্জয়কে ৷ তাঁর বিরুদ্ধে হিন্দি ভাষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তোলা হয় ৷ ওই রাজ্যের সরকারকে বদনাম করতেই তিনি এই কাজ করেন বলে অভিযোগ ৷ গ্রেফতারির পর তাঁর ঠাঁই হয় করিমনগর জেলে ৷

প্রথমে আদালত সঞ্জয়-সহ চার অভিযুক্তকে 19 এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছিল ৷ পরে হানামোকোন্ডা চিফ মুন্সেফ ম্যাজিস্ট্রেট কোর্টে পরিস্থিতি বদলে যায় ৷ তাঁকে 20 হাজার টাকার ব্যক্তিগত বন্ডে নিঃশর্ত জামিন দেয় আদালত ৷ তবে আদালত জানায় যে অনুমতি ছাড়া তিনি দেশ ছাড়তে পারবেন না ৷ আর তাঁকে তদন্তকারীদের সহযোগিতা করতে হবে ৷

শুরুতেই বিজেপি দাবি করেছিল, কেসিআর-এর নেতৃত্বে চলা বিআরএস সরকার গ্রহণযোগ্যতা হারিয়েছে ৷ তাই এই ধরনের রাজনীতি করছে তেলঙ্গানার শাসক দল৷ আদালতের সিদ্ধান্তের পর তাঁরা আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে দেয় ৷ জামিন দেওয়ার কারণ হিসেবে আদালতের তরফে কোনও উপযুক্ত তথ্যপ্রমাণ না থাকার বিষয়টি উল্লেখ করা হয় ৷ এখন সেটাই বিজেপির সবচেয়ে বড় অস্ত্র ৷ এর রাজনৈতিক ফায়দা নিতে বিজেপি তৎপর ৷ পাশাপাশি সঞ্জয়ের আইনজীবী তদন্তকারী অফিসারের বিরুদ্ধেই মামলা দায়েরের হুঁশিয়ারি দিয়েছেন ৷

যদিও কেসিআর কন্যা কবিতাকে দিল্লি আবগারি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টেরেটের জেরা নিয়ে ইতিমধ্যে তেলঙ্গানার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে ৷ তার সঙ্গে বান্ডি সঞ্জয়ের গ্রেফতারি উত্তেজনার মাত্রা বৃদ্ধি করেছে ৷ দু’পক্ষই নিজেদের স্বপক্ষে মানুষের সমর্থন টানতে তৎপর ৷ শেষ পর্যন্ত কী হবে, এখন সেটাই দেখার ৷

আরও পড়ুন: দ্বিধাহীন ভাবে কড়া সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী মোদি, বললেন অমিত শাহ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.