ETV Bharat / bharat

নিউমোনিয়া সারাতে  দেড় মাসের শিশুকে গরম লোহার রডের ছ্যাঁকা!

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 5:22 PM IST

Updated : Nov 21, 2023, 5:28 PM IST

Infant Branded with Hot Iron: নিউমোনিয়ার চিকিৎসায় মারাত্মক দাওয়াই ৷ দেড় মাসের শিশুকে 40 বার গরম লোহার রডের দেওয়ার অভিযোগ গ্রামের এক দাইমায়ের বিরুদ্ধে ৷

Infant Branded with Hot Iron
নিউমোনিয়া সারাতে গরম লোহার রডের ছ্যাঁকা দেড়মাসের শিশুকে

শাহদোল, 21 নভেম্বর: অমানবিক ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশ ৷ নিউমোনিয়া সারাতে নবজাতককে দাওয়াই গরম লোহার রডের ছ্যাঁকা গ্রামের দাই মায়ের ৷ নিউমোনিয়া আক্রান্ত দেড় মাসের শিশুকে 40 বার গরম লোহার রডের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ ওই মহিলার বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শাহদোল জেলার একটি গ্রামে ৷ এই মাসের শুরুতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয় ৷ এরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ঘটনাটি প্রকাশ্যে আসে । শিশুটির ঘাড়ে, পেটে এবং শরীরের অন্যান্য অংশে 40টিরও বেশি ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে । বর্তমানে শিশুপুত্রটির শাহদোলের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে ৷ বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালের তরফে ।

জানা গিয়েছে, শিশুটির পরিবার হারদি গ্রামের বাসিন্দা ৷ তারা শিশুটির নিউমোনিয়ার চিকিৎসার জন্য এক দাইমায়ের দ্বারস্থ হয় ৷ ওই মহিলা শিশুটির চিকিৎসার নামে 4 নভেম্বর একটি গরম লোহার রড দিয়ে শরীরে 40 বারের বেশি ছ্যাঁকা দেয় বলে অভিযোগ ৷ চিফ মেডিক্যাল অ্যান্ড হেলথ অফিসার (সিএমএইচও) চিকিৎসক আরএস পান্ডে বলেন, "শিশুটির ঠাকুমা বাড়িতে দাইমাকে ডেকে গরম লোহার রডের ছ্য়াঁকা দিয়ে সদ্যজাতর চিকিৎসা করান । পরে শিশুটির অবস্থার অবনতি হলে তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে তাকে চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজে রেফার করা হয় ৷ বিষয়টি তদন্ত করার জন্য স্বাস্থ্য আধিকারিকদের একটি দল গঠন করা হয়েছে ।"

মেডিক্যাল কলেজের পেডিয়াট্রিক্স বিভাগের প্রধান চিকিৎসক নিশান্ত প্রভাকর বলেন, "জন্মের সময় এবং আবার নিউমোনিয়ায় আক্রান্ত হলে শিশুটিকে গরম লোহার রড দিয়ে ছ্যাঁকা দেওয়া হয় । শিশুটির ঘাড়ে, পেটে, পিঠে এবং শরীরের অন্যান্য অংশে 40টিরও বেশি পোড়ার দাগ পাওয়া গিয়েছে । সরকারি হাসপাতালে চিকিৎসার পর শিশুটি এখন ভালো আছে ।"

জেলার আদিবাসী অধ্যুষিত এলাকায় প্রায়শ্যই এই পদ্ধতিতে চিকিৎসা করতে দেখা গিয়েছে ৷ যেখানে শিশুদের অসুস্থতার চিকিৎসায় গরম লোহার রড দিয়ে ছ্যাঁকা দেওয়া হয় । চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আড়াই মাস বয়সি একটি শিশুকন্যার মৃত্যু হয়েছিল ৷ সেই ঘটনায় অভিযোগ উঠেছিল, নিউমোনিয়ার চিকিৎসার জন্য 50বারেরও বেশি গরম লোহার রড দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছিল শিশুটিকে ৷ এর জেরেই তার মৃত্যু হয় ৷ ওই ঘটনাটিও ছিল শাহদোল জেলার ৷ (সংবাদ সূত্র- পিটিআই)

আরও পড়ুন:

  1. চিকিৎসক নেই, পাঁচ মাসের শিশুকে ওষুধের ওভারডোজ কম্পাউন্ডারের ! মৃত্যু ঘিরে তোলপাড়
  2. চকলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ, আটক নাবালক
  3. নাড়ি ছিন্ন করার আগেই শিশু বিক্রির রফা করছে হাসপাতাল, বিরাট পাচার চক্রের হদিশ হায়দরাবাদে
Last Updated :Nov 21, 2023, 5:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.