ETV Bharat / bharat

G20 Summit: জি20'র জন্য বাতিল হচ্ছে একাধিক বিমান, যাত্রীদের অবহিত করল ইন্ডিগো

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 7:48 PM IST

flight cancellations in connection with G20 Summit
দিল্লি বিমানবন্দরে বাতিল একাধিক উড়ান

Flight Cancellations at Delhi Airport: জি20 শীর্ষ সম্মেলনের জন্য দিল্লি বিমানবন্দরে উড়ান বাতিলের বিষয়ে যাত্রীদের অবহিত করল ইন্ডিগো । 9 এবং 10 সেপ্টেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে জি20 শীর্ষ সম্মেলন । এ সময় যাতায়াতকারী যাত্রীদের একাকালীন ছাড়ও দিচ্ছে ইন্ডিগো ৷

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: জি20 শীর্ষ সম্মেলনের জন্য দিল্লি বিমানবন্দরে বাতিল একাধিক উড়ান ৷ এমনটাই বুধবার জানিয়েছে ইন্ডিগো ৷ এয়ারলাইন একটি বিবৃতিতে বলেছে, দিল্লি বিমানবন্দরে উড়ান বাতিলের বিষয়ে যাত্রীদের অবহিত করা হয়েছে । নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে জি20 শীর্ষ সম্মেলন ৷ যার কারণে ইন্ডিগো 8 থেকে 11 সেপ্টেম্বর এর মধ্যে দিল্লি থেকে যাতায়াতকারী যাত্রীদের জন্য এককালীন ছাড়ও দিচ্ছে ৷

তবে কতগুলি উড়ান বাতিল হচ্ছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি । বিবৃতিতে আরও বলা হয়েছে, রাজধানীতে 9 এবং 10 সেপ্টেম্বর জি20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ৷ গ্রাহকদের রিফান্ডের পাশাপাশি অন্য সময়ের বিমান বেছে নেওয়া বা বাতিল করার বিকল্প দেওয়া হচ্ছে ৷ যাত্রীদের উড়ান বাতিলের বিষয়ে এবং আগাম পরিবর্তীত সময়সূচি সম্পর্কে অবহিত করা হয়েছে ৷

তবে জানা গিয়েছে, জি20 সম্মলনের জন্য দিল্লি বিমানবন্দরে বেশ কয়েকটি উড়ান প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তাই যেসব গ্রাহকেরা ভ্রমণের তারিখগুলি পরিবর্তন করার পরিকল্পনা করছে এয়ারলাইন্সগুলি তাদের চার্জ মওকুফের প্রস্তাব দিচ্ছে ৷ মঙ্গলবার দিল্লি বিমানবন্দরের এক আধিকারিক জানিয়েছেন, এয়ারলাইনগুলি তাদের বিমান পরিচালনায় সামঞ্জস্য রাখার চেষ্টা করছে এবং কিছু নির্বাচিত উড়ান বাতিল বা সময় পুনঃনির্ধারণ করা হচ্ছে । 8 থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে প্রায় 120টি বিমান প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর ।

আরও পড়ুন: কেন্দ্রীয় মন্ত্রীদের ‘জি20 ইন্ডিয়া’ অ্যাপ ডাউনলোডের পরামর্শ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

ডায়ালের তরফে পরিচালিত হয় দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর ৷ যেটি দেশের বৃহত্তম বিমানবন্দর এবং প্রতিদিন প্রায় 1 হাজার 300টি উড়ান ওঠানামা করে এখানে । 26 অগস্ট ডায়াল বলেছিল যে তারা 8 সেপ্টেম্বর থেকে তিনদিনের মধ্যে 80টি উড়ান বাতিল করার জন্য এয়ারলাইন্সের কাছ থেকে অনুরোধ পেয়েছে । (সংবাদ সংস্থা-পিটিআই)

আরও পড়ুন: করোনা হয়নি, জি-20 শীর্ষ সম্মেলনে ভারতে আসছেন বাইডেন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.