ETV Bharat / bharat

CMIE Report: অগস্টে এক বছরে সর্বোচ্চ বেকারত্ব দেখেছে দেশ

author img

By

Published : Sep 2, 2022, 7:46 AM IST

Updated : Sep 2, 2022, 2:19 PM IST

CMIE Report
ভারতে বেকারত্বের হার অগস্টে এক বছরের সর্বোচ্চ

সিএমআইই (Centre for Monitoring Indian Economy)-এর তথ্য অনুসারে, দেশের বেকারত্বের হার অগস্টে এক বছরের সর্বোচ্চ 8.3 শতাংশে পৌঁছেছে । কর্মসংস্থান 2 মিলিয়ন কমে 394.6 মিলিয়নে দাঁড়িয়েছে ।

মুম্বই, 2 সেপ্টেম্বর: সিএমআইই (Centre for Monitoring Indian Economy) এর তথ্য অনুসারে, ভারতের বেকারত্বের হার অগস্টে এক বছরের সর্বোচ্চ 8.3 শতাংশে পৌঁছেছে ৷ কর্মসংস্থান 2 মিলিয়ন কমে 394.6 মিলিয়নে এসে দাঁড়িয়েছে । জুলাই মাসে, বেকারত্বের হার ছিল 6.8 শতাংশ এবং কর্মসংস্থান ছিল 397 মিলিয়ন, এমনই তথ্য দিয়েছে সিএমআইই ৷

সিএমআইই (Centre for Monitoring Indian Economy)-এর এমডি মহেশ ব্যাস একটি সংবাদ সংস্থাকে জানান, শহরে বেকারত্বের হার সাধারণত গ্রামের বেকারত্বের থেকে কিছুটা বেশি ৷ অগস্ট মাসে শহরে বেকারত্বের হার 9.6 শতাংশে পৌঁছয় এবং গ্রামীণ বেকারত্বের হারও 7.7 শতাংশে পৌঁছেছে ।

আরও পড়ুন: লাফিয়ে বাড়ল আর্থিক বৃদ্ধির হার, প্রত্যাশার থেকে কম বলছেন বিশেষজ্ঞরা

তিনি আরও জানান, গ্রামীণ ভারতে বেকারত্বের হার জুলাই মাসে 6.1 শতাংশ থেকে অগস্ট মাসে 7.7 শতাংশে পৌঁছেছে । আরও গুরুত্বপূর্ণ তথ্য এই যে কর্মসংস্থানের হার 37.6 শতাংশ থেকে 37.3 শতাংশে নেমে এসেছে । তবে গ্রামীণ বেকারত্বের হার আগামিদনে কমতে পারে বলে তিনি জানান ৷ তবে, পরের কয়েকাসে শহরে বেকারত্বের হার কীভাবে হবে তা এখনও স্পষ্ট নয় ।

তথ্য অনুসারে, অগস্ট মাসে হরিয়ানায় বেকারত্ব সর্বাধিক ছিল 37.3 শতাংশ । জম্মু ও কাশ্মীরে 32.8 শতাংশ । রাজস্থানে 31.4 শতাংশ । ঝাড়খণ্ডে 17.3 শতাংশ এবং ত্রিপুরায় 16.3 শতাংশ ছিল ৷ যদিও ছত্তিশগড়ে বেকারত্বের হার সর্বনিম্ন ছিল ০.৪ শতাংশ । মেঘালয়ে 2 শতাংশ । মহারাষ্ট্রে 2.2 শতাংশ এবং গুজরাট ও ওড়িশায় 2.6 শতাংশ ।

Last Updated :Sep 2, 2022, 2:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.