ETV Bharat / bharat

Vintage Cannons in Kolkata: হুগলি নদীর তীর থেকে ব্রিটিশ আমলের 5 কামানের হদিশ পায় নৌসেনা

author img

By

Published : Dec 4, 2022, 1:39 PM IST

হুগলি নদীর তীর (Hooghly river bank) থেকে ব্রিটিশ আমলের 5টি কামানের হদিশ পেয়েছিল ভারতীয় নৌসেনা (Navy discover vintage cannons)৷ সেগুলির মধ্যে থেকে দুটিকে সংস্কার করে নৌবাহিনীর বেঙ্গল এরিয়া বেস হেডকোয়ার্টার আইএনএস নেতাজি সুভাষে বসানো হয় ।

Navy discover vintage cannons from Hooghly river bank in Kolkata
হুগলি নদীর তীর থেকে ব্রিটিশ আমলের 5 কামান পেয়েছিল নৌসেনা

কলকাতা, 4 ডিসেম্বর: কোনও গুপ্তধন নয়, হুগলি নদীর তীরে জমি পরিষ্কার করতে গিয়ে এক রকমের জ্যাকপট এসেছিল ভারতীয় নৌবাহিনীর কর্মীদের হাতে (Navy discover vintage cannons)৷ কলকাতার নদীর তীর থেকে উদ্ধার করা হয় পাঁচটি কামান ৷ সম্ভবত সেগুলি প্রথম বিশ্বযুদ্ধের আমলের ৷ বঙ্গে কর্তব্যরত নৌসেনার এক শীর্ষ আধিকারিক এ কথা জানিয়েছেন ।

ব্রিটিশ আমলের কামানগুলির মধ্যে দুটিকে সংস্কার করে তাতে কালো, সাদা এবং লাল মোটিফ আঁকা হয়েছিল ৷ এরপর সেগুলিকে নৌবাহিনীর বেঙ্গল এরিয়া বেস হেডকোয়ার্টার আইএনএস নেতাজি সুভাষে বসানো হয় । ক্যাপ্টেন জয়দীপ চক্রবর্তী বলেছেন যে, হুগলি নদীর বাম দিকের তীরে এক টুকরো জমি সাফ করার সময় তাঁদের চোখে পড়ে সেই কামানগুলি ৷ সংবাদসংস্থা পিটিআইকে তিনি বলেছেন, "কামানগুলি সম্ভবত প্রথম বিশ্বযুদ্ধের এবং সেগুলি জাহাজে বসানোর জন্য রাখা হয়েছিল বলে মনে করা হচ্ছে ৷"

তিনি আরও জানান, 2021 সালের মাঝামাঝি সময়ে উদ্ধার হওয়া পাঁচটি কামানের মধ্যে চারটি চলতি বছর জমি থেকে পুনরুদ্ধার করা হয়, যা আগে নদীর তলদেশে ছিল । পঞ্চম কামানটিকে মাটি থেকে তোলার প্রক্রিয়া চলছে ৷ ক্যাপ্টেন চক্রবর্তী বলেন যে, কিদারপুর ডকের কাছে দাইঘাটের জমিটি আগে কলকাতা বন্দরের ছিল এবং সেখানে একটি পরিষেবা প্রদানকারী কেন্দ্র নির্মাণের জন্য নৌবাহিনী সেই জমি তাদের কাছ থেকে নিয়েছিল । আগাছা এবং আবর্জনায় ভরা জমি পরিষ্কার করার সময়, শ্রমিকদের কোদাল মাটিতে আঘাত করলে ধাতব বস্তুতে আঘাতের শব্দ মেলে ৷ তখনই মাটি সরাতেই চোখে পড়ে ব্রিটিশ আমলের একটি কামান ৷ তাঁর কথায়, "স্থানটি পরিষ্কার করার পরে একটি কামানের খোঁজ মেলে এবং আরও অনুসন্ধানের পরে আরও চারটি কামানের খোঁজ পাওয়া যায় ৷"

আরও পড়ুন: নৌবাহিনী দিবসে নৌসেনাদের কুর্নিশ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীর

নৌবাহিনীর রাজ্য এলাকার প্রধান মুখপাত্র কমান্ডার সুদীপ্ত মৈত্র বলেছেন, চারটি কামান নেভি হাউসে আনা হয়েছিল, যার মধ্যে দুটি সেখানে বসানো হয়েছে । এগুলিতে কোনও উত্পাদন চিহ্ন ছিল না, যার ফলে তাদের উত্স শনাক্ত করা কঠিন হয়ে পড়ে । ক্যাপ্টেন চক্রবর্তী বলেন, ব্রিটিশ যুদ্ধজাহাজের জন্য এগুলো এখানে তৈরি করা হতে পারে । এখানে নৌবাহিনীর অন্যান্য স্থাপনায় অন্যান্য কামানগুলিকে সংস্কার ও বসানোর পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন কমান্ডার মৈত্র ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.