ETV Bharat / bharat

Huge Amount Heroin Recovered : আন্তর্জাতিক জলসীমার কাছে বাজেয়াপ্ত পাকিস্তানি নৌকো, উদ্ধার 50 কেজি হেরোইন

author img

By

Published : Oct 8, 2022, 11:21 AM IST

Indian Coast Guard
ETV Bharat

এক মাসে দ্বিতীয় বার ৷ ভারত-পাকিস্তান আন্তর্জাতিক জলসীমার কাছ থেকে ধরা পড়ল পাকিস্তানি নৌকো ৷ তার মধ্যে ছিল কয়েকশো কোটি টাকার হেরোইন (Pakistani Boat carrying Heroin) ৷

আমেদাবাদ, 8 অক্টোবর: উদ্ধার হল প্রায় 50 কেজি হেরোইন ৷ বাজারদর কমবেশি 350 কোটি টাকা ৷ শনিবার ভোরে ভরাত-পাকিস্তান আন্তর্জাতিক জলসীমার কাছে ভারতীয় উপকূল রক্ষীবাহিনী এবং গুজরাত এটিএস-এর যৌথ বাহিনী অভিযান চালায় ৷ ইন্টারন্যাশনাল মেরিটাইম বাউন্ডারি লাইনের (Maritime Boundary Line) কাছে পাকিস্তানি নৌকো বাজেয়াপ্ত করে গুজরাত এটিএস এবং ভারতীয় উপকূল রক্ষীবাহিনী, জানিয়েছেন আইসিজি আধিকারিক ৷

ওই নৌকোর নাম আল সাকার (Al Sakar) ৷ সেখান থেকেই এই বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করেছে নিরাপত্তাবাহিনী ৷ তদন্তের জন্য নৌকোটিকে ঝাকাউয়ে নিয়ে আসা হয়েছে ৷ এনিয়ে 1 বছরে ছ'বার এরকম অভিযান চালাল এটিএস এবং আইসিজি (Indian Coast Guard, IGC) ৷ এক মাসে দ্বিতীয় বার এমন ঘটনা ঘটল ৷

আরও পড়ুন: কলকাতা বন্দরে 200 কোটির হেরোইন উদ্ধার করল গুজরাত এটিএস

এর আগে 14 সেপ্টেম্বর আরেকটি পাকিস্তানি নৌকো থেকে 40 কেজি হেরোইন উদ্ধার হয়েছিল ৷ তার বাজারদর ছিল প্রায় 200 কোটি টাকা ৷ এরপর 21 সেপ্টেম্বর মুম্বই থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ মাদক ৷ একটি কন্টেনারে প্রায় 22 টন লাইকোরিসে হেরোইনের প্রলেপ দেওয়া ছিল ৷ আন্তর্জাতিক বাজারে এই বাজেয়াপ্ত করা হেরোইনের মূল্য 1 হাজার 725 কোটি টাকা, জানিয়েছে পুলিশ (Heroin worth crores seized from Nava Sheva Port Mumbai) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.