ETV Bharat / bharat

Corona in India : দেশে কিছুটা কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

author img

By

Published : Sep 3, 2021, 9:56 AM IST

Updated : Sep 3, 2021, 10:55 AM IST

ওনামের পর থেকেই কেরালায় উর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ ও মৃত্যু ৷ দেশের 45 হাজার আক্রান্তের মধ্যে কেরালাতেই সংখ্যাটা 32 হাজার 97 ৷ গতকাল কেরালায় মৃত্যু হয়েছে 188 জনের ৷

Corona in India
Corona in India

নয়াদিল্লি, 3 সেপ্টেম্বর : দেশে কিছুটা কমল দৈনিক সংক্রমণ ৷ 47 হাজার থেকে 45 হাজারে নামল সংক্রমণ ৷ সংক্রমণের পাশাপাশি বেশ কিছুটা কমল মৃত্যুও ৷ একদিনে মৃত্যু হয়েছে 366 জনের ৷ গতকাল যা ছিল 509 ৷

ওনামের পর থেকেই কেরালায় উর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ ও মৃত্যু ৷ দেশের 45 হাজার আক্রান্তের মধ্যে কেরালাতেই সংখ্যাটা 32 হাজার 97 ৷ গতকাল কেরালায় মৃত্যু হয়েছে 188 জনের ৷

আজ সকালে স্বাস্থ্যমন্ত্রক প্রদত্ত বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় সারা দেশে 45 হাজার 352 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৷ গতকাল ছিল 47 হাজার 92 জন ৷ কিছুটা কমেছে দৈনিক মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 366 জনের ৷ গতকাল সংখ্যাটা ছিল 509 ৷ এখনও পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে 4 লাখ 39 হাজার 895 জন ৷

গতকালের তুলনায় সামান্য কমেছে দৈনিক সুস্থের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 34 হাজার 791 জন ৷ গতকাল যা ছিল 35 হাজার 181 জন ৷ স্বাস্থ্যমন্ত্রকে তথ্য অনুযায়ী বর্তমানে সুস্থতার হার 97.45 শতাংশ ৷ এখনও পর্যন্ত গোটা দেশে সুস্থ হয়েছেন 3 কোটি 20 লাখ 63 হাজার 616 জন ৷ বেড়েছে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৷ দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা বর্তমানে 3 লাখ 99 হাজার 778 জন ৷ এখনও পর্যন্ত দেশজুড়ে মোট 67 কোটি 9 লাখ 59 হাজার 968টি টিকাকরণ সম্পূর্ণ হয়েছে ৷

দেশের কোথায় কত সংক্রমণ ? জানুন এক ক্লিকেই ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন : West Bengal Corona Update : সামান্য বাড়ল করোনা সংক্রমণ

Last Updated :Sep 3, 2021, 10:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.